মোটরযানের কালো ধোঁয়া ও অসংক্রামক রোগের ঝুঁকি

2 hours ago 4

ঢাকার রাস্তায় প্রতিদিন অসংখ্য মানুষ চলাচল করেন। তাদের বেশিরভাগই মোটরযানের কালো ধোঁয়ার শিকার। বিশেষ করে পুরোনো বাস, ট্রাক, লরি এবং মোটরসাইকেল থেকে নির্গত এই ধোঁয়ায় থাকে সূক্ষ্ম ধূলিকণা (পিএম ২.৫ এবং পিএম ১০), কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড এবং বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থ। চোখে দেখা কালো ধোঁয়ার মধ্যে যে বিষাক্ত উপাদান থাকে, তা আমাদের শরীরের অভ্যন্তরে প্রবেশ করে ধীরে ধীরে নানা অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ায়।

ঝুঁকি: শ্বাসযন্ত্রে কালো ধোঁয়ার প্রভাব সবচেয়ে বেশি। এই সূক্ষ্ম ধূলিকণা ফুসফুসের গভীরে জমে শ্বাসকষ্ট, কাশি, অ্যালার্জি এবং হাঁপানির মতো জটিলতা সৃষ্টি করে। দীর্ঘমেয়াদে এটি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) এবং ফুসফুসের ক্যান্সারের মতো মারাত্মক রোগের ঝুঁকি বাড়ায়।

কালো ধোঁয়ার বিষাক্ত উপাদান রক্তে মিশে হৃদরোগ ও স্ট্রোকের আশঙ্কা বাড়ায়। ধোঁয়ার কণা রক্তনালির ভেতর প্রদাহ সৃষ্টি করে এবং ধীরে ধীরে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ফলে উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের মতো প্রাণঘাতী অসুস্থতা ঘটতে পারে।

দীর্ঘদিন বায়ুদূষণের মধ্যে বসবাস করলে ডায়াবেটিস ও স্থূলতার ঝুঁকি বাড়ে। কারণ, কালো ধোঁয়ার রাসায়নিক পদার্থ শরীরের ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে বাধা সৃষ্টি করে।

সাম্প্রতিক গবেষণায় প্রমাণিত হয়েছে, বায়ুদূষণ শুধু ফুসফুস বা হৃৎপিণ্ডকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং মস্তিষ্কের ওপরও প্রভাব ফেলে। এতে স্মৃতিভ্রংশ, ডিমেনশিয়া কিংবা মানসিক চাপজনিত সমস্যাও বাড়তে পারে। শিশুরা এই ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে বেশি ভোগে এবং তাদের মস্তিষ্কের স্বাভাবিক বিকাশও ব্যাহত হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতি বছর প্রায় ৪২ লাখ মানুষ বায়ুদূষণের কারণে অকালমৃত্যুর শিকার হন। এর মধ্যে বড় অংশই হৃদরোগ, স্ট্রোক, ফুসফুসের ক্যান্সার ও অন্যান্য অসংক্রামক রোগে আক্রান্ত হয়ে মারা যান। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে এই ঝুঁকি আরও বেশি।

সমাধানের পথ: সমস্যা সমাধানে নীতিনির্ধারকদের এগিয়ে আসতে হবে। পুরোনো ও ধোঁয়াযুক্ত গাড়ি অপসারণ, বিকল্প জ্বালানি ও বৈদ্যুতিক গাড়ির ব্যবহার এবং পরিবেশ আইনের কঠোর প্রয়োগের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে জনসচেতনতা বাড়ানো জরুরি। ব্যক্তিগতভাবে ধোঁয়ার সংস্পর্শ এড়াতে মাস্ক ব্যবহার, ব্যস্ত সড়ক এড়িয়ে চলা এবং ঘরে এয়ার ফিল্টার ব্যবহারের মতো অভ্যাস গড়ে তুলতে হবে।

মোটরযানের কালো ধোঁয়া শুধু অস্বস্তিই নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্য ও টিকে থাকার জন্য মারাত্মক হুমকি।

অধ্যাপক ডা. শেখ দাউদ আদনান

সাবেক পরিচালক (রোগ নিয়ন্ত্রণ)

স্বাস্থ্য অধিদপ্তর

Read Entire Article