আবিদ আজাদ-রচনাবলি প্রকাশ করল ঐতিহ্য

3 months ago 70
প্রকাশনা সংস্থা ঐতিহ্য-এর দুই যুগপূর্তির ধারাবাহিকতায় চার খন্ডে আবিদ আজাদ-রচনাবলি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। কবি আবিদ আজাদের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বিকালে বাংলা একাডেমির বর্ধমান ভবনে আয়োজিত প্রকাশনা অন্ষ্ঠুানের মাধ্যমে রচনাবলির মোড়ক উন্মোচন করা হয়। স্বাগত বক্তব্য প্রদান করেন ঐতিহ্যের প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম। আলোচনায় অংশ নেন-আবিদ আজাদ গবেষক ড. লোপামুদ্রা রহমান, কবি ও সাংবাদিক জুননু রাইন, কবি ফারুক সুমন, কবিপুত্র সাংবাদিক তাইমুর রশীদ। ঐতিহ্য আবিদ আজাদ রচনাবলির পাশাপাশি তাঁর প্রথম কবিতা বই ঘাসের ঘটনা এবং কবিতা বিষয়ক স্মৃতিগদ্যগ্রন্থ কবিতার
Read Entire Article