আবৃত্তি একাডেমির নেতৃত্বে শামীম-বেলায়েত

1 month ago 24

আগামী দুই বছরের জন্য দেশের অন্যতম শীর্ষ আবৃত্তি সংগঠন ‘আবৃত্তি একাডেমি’র পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শামীম আহসান। সমন্বয়ক হিসেবে নির্বাচিত হয়েছেন বেলায়েত হোসাইন। 

শামীম আহসান একজন গুণী আবৃত্তিশিল্পী ও সংগঠক। পাশাপাশি একটি বেসরকারি ব্যাংকের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা। অন্যদিকে সমন্বয়ক বেলায়েত হোসাইন পেশায় একজন সাংবাদিক। বর্তমানে এখন টিভিতে সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করছেন। শামীম আহসান আবৃত্তি একাডেমির প্রশিক্ষণ অধিকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন একসময়। এদিকে বিগত মেয়াদেও সংগঠনটির সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন বেলায়েত হোসাইন। এর আগে ছিলেন প্রচার অধিকর্তা।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিশ্বসাহিত্য কেন্দ্রে সদ্য বিদায়ী পরিচালক হিমাদ্রী মোর্শেদের সভাপতিত্বে দিনব্যাপী কাউন্সিল অনুষ্ঠিত হয়। দ্বিবার্ষিক এই কাউন্সিলে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাবেক পরিচালক মাসুদ আহম্মেদ, সাবেক পরিচালক দিলসাদ জাহান পিউলী ও সাবেক প্রচার অধিকর্তা মোরশেদ আলম।

কার্যকরী পরিষদের সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৫-২৬ সেশনের জন্য নতুন নির্বাহী কমিটি নির্বাচিত করা হয়।

১১ সদস্যের নির্বাহী কমিটিতে দপ্তর অধিকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন বেলাল হোসাইন অনিক। এছাড়া- অর্থ অধিকর্তা নাজনীন রিমি, প্রশিক্ষণ অধিকর্তা হাবিবুর রহমান সোহন, কর্মশালা অধিকর্তা হাসান মাহমুদ, অনুষ্ঠান অধিকর্তা তাজুল ইসলাম তপন এবং প্রচার অধিকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন এনামুল হক ডাবলু। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মোরশেদ আলম, হিমাদ্রি মোর্শেদ ও সাইফুল ইসলাম। 

কাউন্সিলে কার্যকরী পরিষদে নতুন সদস্যপদ লাভ করেছেন এনামুল হক ডাবলু এবং শাহীন ইসলাম। এছাড়া আবৃত্তি একাডেমির গঠনতন্ত্রে কিছু সংশোধনী আনা হয়। বিশেষ করে প্যারালাল সংগঠনের ব্যাখ্যা অনুমোদন করা হয় দ্বিবার্ষিক এই কাউন্সিলে।

‘উচ্চারিত প্রতিটি কথা হোক শিল্প’ এ স্লোগানকে ধারণ করে আবৃত্তি একাডেমির পথচলা দুই যুগেরও অধিক সময় ধরে। ২৫ বছরের পথ চলায় পাঁচ হাজারের বেশি শিক্ষার্থীকে প্রমিত উচ্চারণ ও বাচনিক উৎকর্ষের প্রশিক্ষণ দিয়েছে সংগঠনটি। আবৃত্তির ছোট-বড় ৭০টি প্রযোজনা একাডেমিকে করেছে সমৃদ্ধ ও সুপরিচিত। এছাড়া দেশের প্রথম সারির প্রায় সব গণমাধ্যমে সুনামের সঙ্গে কাজ করছেন আবৃত্তি একাডেমির সদস্যরা।

Read Entire Article