সরকারি গাছ কাটায় ২ বনদস্যু কারাগারে

2 hours ago 5
সরকারি সংরক্ষিত বনে রাতের আঁধারে গাছ কাটার সময় দুই বনদস্যুকে আটক করেছে নোয়াখালী হাতিয়ার জাহাজমারা বিট অফিসের বনরক্ষীরা। এ সময় তাদের কাছ থেকে কুড়াল ও দাসহ গাছ কাটার সরঞ্জাম জব্দ করা হয়েছে। রোববার (১২ নভেম্বর) সকালে আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এর আগে শনিবার (১১ জানুয়ারি) দিবাগত রাতে জাহাজমারা ইউনিয়নের হাজির গোপট এলাকার বন থেকে তাদের আটক করা হয়। দুই আসামি হলেন- জাহাজমারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত বেছু মাঝির ছেলে সাহারাজ (৫০) ও একই এলাকার মদিন সর্দারের ছেলে আলতাফ হোসেন (৪০)। জাহাজমারা বনবিভাগের রেঞ্জার সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিট অফিসার বোখারি আহমেদ টহল স্টাফসহ চর ইউনুছ ও হাজির গোপট এলাকায় দিয়ে দেখতে পান ৪/৫ জন লোক গাছ কাটছে। এ সময় বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় সাহারাজ ও আলতাফ হোসেনকে আটক করে বনরক্ষীরা। বাকিদের ধরতে পারেনি বনরক্ষীরা। জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা এস এম সাইফুর রহমান কালবেলাকে বলেন, ১ ও ৩ নম্বর ওয়ার্ডের ম্যানগ্রোভ বন এলাকায় বিগত সরকারের আমলে জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সহযোগিতায় বন উজাড় ও ভূমি দখল বর্তমানেও অব্যাহত রয়েছে। বিগত সময়ে শতাধিক মামলা হলেও আসামিরা কোনোরকম ভয় না পেয়ে অবৈধ কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। সরকারি বন রক্ষার্থে সবার একান্ত আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
Read Entire Article