আবেগঘন পোস্টে বাবার জন্য দোয়া চাইলেন পিয়া

2 months ago 6

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়ার বাবা মাহমুদ হাসান চৌধুরী গত সোমবার (২৩ জুন) সন্ধ্যায় খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন।

আজ (২৬ জুন) পিয়া তার বাবার জন্য অনুরাগীদের কাছে দোয়া চেয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন পিয়া। সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন তিনি। পোস্টে এ অভিনেত্রী লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার আব্বু মাহমুদ হাসান চৌধুরী, ২৩ জুন ২০২৫ বিকেল ৫টা ১৫ মিনিটে আমাদের সবাইকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেছেন।’

আবেগঘন পোস্টে বাবার জন্য দোয়া চাইলেন পিয়া

আবেগঘন এ পোস্টে পিয়া আরও লিখেছেন, ‘বুঝে উঠতে পারছি না কী লিখবো আব্বুর এমন হঠাৎ চলে যাওয়ার জন্য আমি কখনোই মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। হয়তো কেউই কখনো প্রস্তুত থাকে না বাবা-মা হারানোর জন্য কেউই কখনো সত্যিকারেরভাবে প্রস্তুত থাকে না।’

জান্নাতুল ফেরদৌস পিয়া আরও লেখেন, ‘সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আব্বুকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তার কবরকে শান্তিময় ও নূরে ভরে তোলেন। আমিন।’

আবেগঘন পোস্টে বাবার জন্য দোয়া চাইলেন পিয়া

পিয়া ২০০৭ সালে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন। সেই থেকে র‌্যাম্প মডেলিংয়ের মাধ্যমে ২০০৮ সালে ক্যারিয়ার শুরু করেন। ফ্যাশন মডেল হিসেবে একাধিক ব্র্যান্ডের টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। ২০১২ সালে ‘চোরাবালি’ সিনেমা অভিনয়ের মধ্য দিয়ে তিনি সিনেমার অঙ্গনে পা রাখেন।

এমএমএফ/জিকেএস

Read Entire Article