টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ পরিদর্শক আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আমিনুল ইসলাম ঢাকার গুলশান থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে গণঅভ্যুত্থানকালে কর্মরত ছিলেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ ট্রেনিং সেন্টারে তাকে গ্রেফতার দেখানো হয়।
- আরও পড়ুন
ট্রাম্পের সহযোগী চার্লি কার্ক গুলিতে নিহত
ব্যালট বাক্স বহনকালে নির্বাচন কর্মকর্তাদের পাশে দুই ছাত্রদল নেতা
টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টার সূত্র জানায়, আমিনুল ইসলাম ৫ আগস্টের পর টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে যোগদান করেন। পরবর্তী সময়ে তার নামে ঢাকায় আদালতে মামলা হয়। বুধবার ওই মামলায় গ্রেফতার ওয়ারেন্ট টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে আসে।
এ বিষয়ে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন ও ফাইন্যান্স) আবু সাঈদ জাগো নিউজকে বলেন, ওয়ারেন্ট আসার পর আমিনুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে মির্জাপুর থানায় হস্তান্তর করা হবে।
আব্দুল্লাহ আল নোমান/কেএসআর