আম বিক্রেতা থেকে ২৩০ কোটি টাকার অভিনেতা

2 hours ago 7

তার জীবনের গল্পটা যেন একেবারে সিনেমার মতো! একসময় যিনি আম বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন তিনিই আজ ২০০ কোটিরও বেশি টাকার মালিক একজন অভিনেতা। বলিউডের তারকা শাহরুখ খান, আমির খান, মাধুরী দীক্ষিত, সাইফ আলী খানের মতো তারকাদের সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছেন। বলছি অভিনেতা কুণাল কাপুরের কথা।

১৯৭৭ সালে মুম্বাইয়ে জন্মগহণ করেন কুণাল কাপুর। বাবা ছিলেন কনস্ট্রাকশন ব্যবসায়ী, মা গায়িকা। শৈশব থেকেই শিল্প ও ব্যবসা, দুই দিকেই আগ্রহ ছিল তার। মাত্র ১৮ বছর বয়সে তিনি ব্যবসা শুরু করেন। দেশে-বিদেশে আম রপ্তানি করতেন। বিশেষ করে হংকংয়ে পাঠাতেন আম। তাতেই প্রথম অর্থনৈতিক সাফল্য পান তিনি।

আরও পড়ুন
জুবিন গার্গের শেষ সিনেমা মুক্তি পাচ্ছে, ভক্তদের উচ্ছ্বাস 
ফাঁস হলো শাহরুখ খানের গোপন ছবি ও ভিডিও! 

তবে মনের ভেতর অভিনয়ের এক অন্যরকম টান ছিল সবসময়। সেই ইচ্ছাতেই তিনি মডেলিং শুরু করেন। মডেলিং জগতেই ভাগ্য খুলে যায় কুণালের। এক সময় নজরে পড়েন কিংবদন্তি চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেনের।

২০০৪ সালে হুসেনের পরিচালনায় ‘মীনাক্ষি: এ টেল অফ থ্রি সিটিজ’ ছবিতে টাব্বুর বিপরীতে অভিনয়ের সুযোগ পান কুণাল। সেখান থেকেই শুরু বলিউডযাত্রা।

এরপর একে একে অভিনয় করেছেন জনপ্রিয় সিনেমায়। সে তালিকায় আছে ‘রং দে বসন্তি’, ‘হ্যাটট্রিক’, ‘আজ নাচলে’, ‘লাগা চুনরি মে দাগ’, ‘ওয়েলকাম টু সজ্জনপুর’, ‘লমহা’ ও ‘ডন ২’ ছবিগুলো। সাম্প্রতিক বছরগুলোতে তাকে দেখা গেছে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের কাজে।

অভিনয়ের পাশাপাশি কুণাল এখন সফল উদ্যোক্তা। তিনি ‘কেট্টো’ নামে একটি সংস্থার সহপ্রতিষ্ঠাতা। এটি মূলত সামাজিক উদ্যোগ, স্বাস্থ্যসেবা ও মেডিক্যাল সহায়তার তহবিল সংগ্রহে কাজ করে।

বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১৬৬ কোটি রুপি। বাংলাদেশি টাকায় যা প্রায় ২৩০ কোটি। বলিউড ও ভারতে তরুণদের মধ্যে এক অনুপ্রেরণার নাম কুণাল কাপুর।

এলআইএ/জিকেএস

Read Entire Article