থাইল্যান্ড পরীক্ষায় নামছে ঋতু-আফিদারা
থাইল্যান্ডের বিপক্ষে ফিফা নারী প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। সেই ম্যাচে ফুটবলারদের কাছ থেকে সেরাটা আদায় করার দিকে দৃষ্টি দিচ্ছেন দলের কোচিং স্টাফরা। পিটার বাটলারের দল বর্তমানে থাইল্যান্ডের ব্যাংকক অবস্থান করছে। স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে শুক্রবার (২৪ অক্টোবর) খেলবে লাল-সবুজরা।
ম্যাচের আগে বৃহস্পতিবার স্থানীয় রম সাই ফুটবল মাঠে অনুশীলন করেছেন ঋতুপর্ণা চাকমা-তহুরা খাতুনরা। সেখান থেকে ভিডিও বার্তায় নারী জাতীয় দলের গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল বলেছেন, ‘আজকে দ্বিতীয় দিনের মতো আমরা থাইল্যান্ডে অনুশীলন সেশন সম্পন্ন করলাম। আমরা চেষ্টা করছি আমাদের দুর্বল দিক এবং প্রতিপক্ষ দলের শক্তিশালী দিকগুলো নিয়ে কাজ করার। আলহামদুলিল্লাহ কোচ যেভাবে নির্দেশনা দিচ্ছেন, মেয়েরা সেভাবেই কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মেয়েরা এখানে অনুশীলনে ভালো করছে। আমরা যারা কোচিং স্টাফ আছি, সবাই মেয়েদের সহযোগিতার চেষ্টা করে যাচ্ছি।’
আসন্ন এএফসি নারী এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে থাইল্যান্ডে দুটি প্রীতি ম্যাচ খেলার উদ্যোগ নেওয়া হয়েছে। এশিয়ার সেরা আসরের প্রস্তুতির পাশাপাশি ফিফা র্যাংকিংয়ে উন্নতির দিকেও দৃষ্টি রাখছে বাংলাদেশ। পিটার বাটলার সর্বশেষ জাতীয় দল থেকে দুজনকে বাদ দিয়ে বয়সভিত্তিক দলের দুই খেলোয়াড়কে সুযোগ দিয়েছেন। ডিফেন্ডার নীলুফার ইয়াসমিন নীলার পরিবর্তে ২৩ জনের স্কোয়াডে এসেছেন রুমা আক্তার। ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতির পরিবর্তে নেওয়া হয়েছে সিনহা জাহান শিখাকে।
জুলাইয়ের পর প্রথমবারের মতো মাঠে নামছে লাল-সবুজরা। এএফসি নারী এশিয়ান কাপের বাছাইয়ে বাহরাইন, মিয়ানমার এবং তুর্কমেনিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। ফুটবলবিষয়ক ওয়েবসাইট সকারওয়ের দেওয়া তথ্যমতে ২০১৩ সালের পর সিনিয়র পর্যায়ে এই প্রথম থাইল্যান্ডের বিপক্ষে খেলতে যাচ্ছে বাংলাদেশ। এএফসি নারী এশিয়ান কাপের সে ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৯-০ গোলের বড় ব্যবধানে। সে অবস্থা অবশ্য এখন আর নেই। বাংলাদেশ এগিয়েছে, দূরত্ব কমিয়েছে থাইল্যান্ডের সঙ্গে।
দলটি ফিফা র্যাংকিংয়ে এগিয়ে আছে, এগিয়ে আছে নারী ফুটবলীয় সংস্কৃতিতেও। তার পরও বাংলাদেশ দল-সংশ্লিষ্টরা এ ম্যাচ থেকে ভালো কিছুর প্রত্যাশা করছেন। যদিও দলের কোচিং স্টাফরা প্রত্যাশা-প্রাপ্তির বিষয় রেখে দৃষ্টি দিচ্ছেন ফুটবলারদের কাছে থেকে সামর্থ্যের সেরাটা বের করার দিকে। এ প্রসঙ্গে গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল বলছিলেন, ‘ফুটবলারদের টেকনিক্যাল, ট্যাকটিক্যাল যে তথ্য দেওয়া দরকার, আমরা তা দিচ্ছি। আমরা তাদের কাছ থেকে সেরাটা আদায় করে নেওয়ার চেষ্টা করছি।’

4 hours ago
7









English (US) ·