আমদানিগত ত্রুটির কারণে নিম্নমানের পেঁয়াজও কেনা হয়েছে উচ্চমূল্যে

2 weeks ago 14

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান বলেছেন, আমদানিগত ত্রুটি ও অব্যবস্থাপনার কারণে নিম্নমানের পেঁয়াজসহ বিভিন্ন পণ্যও উচ্চ দামে এলসির মাধ্যমে আনতে হয়েছে। ফলে দ্রব্যমূল্য বাড়তির দিকে। তবে আসছে রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) রাজশাহীতে ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রম শক্তিশালীকরণ বিষয়ে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) বিভাগীয় ভোক্তা অধিকার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মোহাম্মদ আলীম আখতার খান বলেন, নাগরিক হিসেবে ভোক্তাদের যে অধিকারগুলো থাকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তা সংরক্ষণ করে। যখন সমাজে ভোক্তাদের অধিকার প্রয়োগের ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটে, তখন পৃথকভাবে সেটাকে প্রতিহত করার জন্য এ অধিদপ্তরের সৃষ্টি হয়েছে। ক্যাবও নানাভাবে সহযোগিতা করছে।

ক্যাবের কেন্দ্রীয় সভাপতি জামিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর রহমান, জেলা প্রশাসক আফিয়া আখতার ও পুলিশ সুপার ফারজানা ইসলাম।

সাখাওয়াত হোসেন/এসআর/জিকেএস

Read Entire Article