আমবাগানে ফেলে গেলেন কোটি টাকার সোনা

3 weeks ago 24

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ভারতীয় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চারটি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এক কেজি ১৯৪ গ্রাম ওজনের ওই বারগুলোর মূল্য প্রায় এক কোটি ৩৪ লাখ টাকা।

সোমবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার সময় মহেশপুর-৫৮ বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন, একজন চোরাকারবারি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে জীবননগর গয়েশপুর এলাকা দিয়ে সীমান্তের দিকে যাবেন। এ তথ্যের ভিত্তিতে সোমবার মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীন গয়েশপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৬৭/১ এস থেকে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া গ্রামের আশকার মন্ডলের আমবাগানের ভেতরে অবস্থান নেয়। দুপুর পৌনে ২টার দিকে একজন চোরাকারবারী বাইসাইকেলযোগে আম বাগানের ভেতর দিয়ে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন।

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি বাইসাইকেল ফেলে দৌড়ে বাগানের ভেতর দিয়ে শূন্য লাইনের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ওই স্থানে তল্লাশি করে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় চারটি স্বর্ণের বার উদ্ধার করেন। উদ্ধার স্বর্ণের ওজন এক কেজি ১৯৪ দশমিক ৩২ গ্রাম। যার মূল্য প্রায় এককোটি ৩৪ লাখ টাকা। স্বর্ণের বারগুলো শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য অজ্ঞাত ব্যক্তিকে পলাতক আসামি করে জীবননগর থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

হুসাইন মালিক/এমএইচআর

Read Entire Article