আমরা এসএসসি বিরাশিয়ান চট্টগ্রামের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও বন্ধু সম্মিলন

3 days ago 11

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘আমরা এসএসসি বিরাশিয়ান চট্টগ্রাম (বন্ধু চিরদিন)’ পরিবারের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও বন্ধু সম্মিলন অনুষ্ঠান। বন্দর এলাকার বোনানজা পোর্ট রেস্টুরেন্ট হলে শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে চট্টগ্রামসহ সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এসএসসি ১৯৮২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা মিলিত হন এক প্রাণবন্ত মিলনমেলায়।

দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা হওয়ায় আবেগে আপ্লুত হন অনেকেই। কেউ পুরনো দিনের গল্পে হারিয়ে যান, কেউ আবার শৈশবের স্মৃতি ভাগাভাগি করেন বন্ধুদের সঙ্গে। এই আয়োজনে বন্ধুত্বের বন্ধন নতুন করে উজ্জীবিত হয় সবার মাঝে। বন্ধুদের হাসি, গল্প আর পুরনো দিনের স্মৃতিচারণায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজনস্থল।

নাসরিন আক্তার বলেন, জীবনের ব্যস্ততার ভিড়েও পুরনো বন্ধুত্বের সম্পর্ক আমাদের প্রেরণা দেয়। এই মিলনমেলা আমাদের শৈশবের স্মৃতিকে নতুনভাবে জাগিয়ে তোলে। আমরা চাই এই সম্পর্ক আরও গভীর হোক, আরও স্থায়ী হোক।

অন্যদিকে কক্সবাজার থেকে আগত রাশেদুল ইসলাম রাশেদ বলেন, চট্টগ্রামে এসে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়ে মনে হচ্ছে সময় যেন পেছনে ফিরে গেছে। এই আয়োজন আমাদের জীবনে নতুন উদ্দীপনা এনে দিয়েছে, যা আগামী দিনের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

অনুষ্ঠানের অন্যতম আয়োজক ও সংগঠনের আহ্বায়ক আনোয়ার আহমেদ বলেন, বন্ধুত্ব শুধু সম্পর্ক নয় এটা একধরনের জীবনযাত্রা। আমরা সবাই ভিন্ন জায়গায় থাকলেও এই প্ল্যাটফর্মের মাধ্যমে একে অপরের পাশে থাকব, সেটাই আমাদের সবচেয়ে বড় অর্জন।

অনুষ্ঠানে জনপ্রিয় গায়ক কথা ও প্রিয়া প্রাণবন্ত পরিবেশনায় সাংস্কৃতিক পর্বকে করে তোলেন আরও বর্ণিল। গান, নাচ ও হাস্যরসের মাধ্যমে বন্ধুরা মেতে ওঠেন আনন্দে। বিকেলজুড়ে হাসি-আনন্দে ভরে ওঠে মিলনমেলা।

কেক কেটে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় এবং শেষে লটারির মাধ্যমে পুরস্কারের আয়োজন করেন। একে অপরকে শুভেচ্ছা জানানো হয়। আয়োজনে নেতৃত্ব দেন আহ্বায়ক আনোয়ার আহমেদ। সদস্য সচিব মামুন, মাসুদ, এটিএন বাংলা নিউজের মনজু, দেলোয়ার, সুজন, হাসনেহানা, নাসরিনসহ আরও অনেকে অনুষ্ঠানের সার্বিক সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

Read Entire Article