আমরা ক্ষমতায় থাকতে নাটোরবাসীর সব দাবি পূরণ করেছি : দুলু

3 hours ago 4

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আমরা ক্ষমতায় থাকতে নাটোরে মানুষের সব দাবি পূরণ করেছি। আল্লাহ্ যদি আমাকে বাঁচায় রাখে এ কলম ইউনিয়নকে শহর বানাবো। আমি জানি না আওয়ামী লীগ কেন করেনি, আমরা যেটা বলি, সেটা করি। কথা দিলাম কলমে পৌরসভা, থানা প্রয়োজন হলে উপজেলার ব্যবস্থা করবো।’

রোববার (১২ জানুয়ারি) বিকেলে নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়ন বিএনপির আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

দুলু বলেন, ‘ফুটবল বাংলাদেশের জনপ্রিয় খেলা। নাটোরের যেখানেই এ খেলা হয়েছে সেখানেই হাজার হাজার দর্শক উপস্থিত হয়েছে। এখানেও তার ব্যতিক্রম নয়।’

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী সদস্য ও সিংড়ার সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, বিশেষ বক্তা হিসেবে ছিলেন সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সাবেক সদস্য সচিব রহিম নেওয়াজ, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন প্রমুখ।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করে। আজকের ফাইনাল খেলায় নওগাঁ ভাই ভাই একাদশ ২-১ গোলে কুষ্টিয়া বিজিএম একাদশকে পরাজিত করে। খেলা শেষে বিজয়ী দলকে ৫০ হাজার ও পরাজিত দলকে ৩০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

Read Entire Article