আমরা গাজা ছাড়ব না
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকা খালি করার প্রস্তাব দিয়েছেন। তিনি গাজার ১৫ লাখ বাসিন্দাকে মিসর ও জর্ডানে সরিয়ে নিতে চান। তবে ফিলিস্তিনি নেতারা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। খবর এএফপির
ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস বলেছেন, ‘আমরা আমাদের জমি ছাড়ব না।’ হামাসও একই অবস্থান নিয়েছে। তারা ট্রাম্পের পরিকল্পনাকে অগ্রহণযোগ্য বলেছে।
গাজার বাসিন্দারা জানাচ্ছে, তারা গাজা ছাড়বেন না। সেখানকার বাসিন্দা রাশাদ আল নাজি বলেন, ‘যা কিছুই হোক, আমরা গাজা ছাড়ব না।’
আরব দেশগুলোও এই পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আরব লীগ বলেছে, ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে উৎখাত করা জাতিগত নিধন।
ট্রাম্পের এ প্রস্তাবের বিরুদ্ধে মিসর ও জর্ডানও প্রতিবাদ জানিয়েছে। তারা ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘনের প্রতিবাদ করেছে।
গাজায় এখনো যুদ্ধবিরতি চলছে। কয়েকদিন আগে ইসরায়েলি সেনারা ২০০ কারাবন্দী মুক্তি দিয়েছে। তবে গাজার বাসিন্দারা ফিরে আসতে পারছেন না।
ফিলিস্তিনিরা একজোট হয়ে বলছে, ‘আমরা গাজা ছাড়ব না, এটি আমাদের।’