‘আমরা ট্রিপল সেঞ্চুরি করবো’

3 months ago 9

তিনি অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান। ২০০০ সালে ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে দেশের হয়ে প্রথম শতকটি হাঁকান আমিনুল ইসলাম বুলবুল। এবার বোর্ড সভাপতি হয়ে তার লক্ষ্য ট্রিপল সেঞ্চুরি করা।

ভাবছেন, তিনি তো এখন আর ক্রিকেটার নন। ব্যাট হাতে মাঠে নামেন না। তিনি কিভাবে ট্রিপল সেঞ্চুরি করবেন? আমিনুল নিজেই এই কথা বলেছেন।

এতকাল কাজ করেছেন আইসিসির ক্রিকেট উন্নয়নে। এবার আমিনুল ইসলাম বুলবুলের কাঁধে বর্তেছে দেশের ক্রিকেট বোর্ড পরিচালনার গুরুদায়িত্ব। সেই দায়িত্ব নিয়েই বুলবুল জানিয়ে দিলেন, ‘আমরা ট্রিপল সেঞ্চুরি করবো।’

আজ রোববার বিকেলে ঢাকা স্টেডিয়াম সংলগ্ন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনে সাংবাাদিকদের সঙ্গে সৌজন্যতা বিনিময় করতে এসে বিসিবি প্রধান বলেন, ‘এখানে আমরা তিনটি কাজ করার কথা বলেছি। আমরা বলছি যে ট্রিপল সেঞ্চুরি করব-হান্ডেড পারসেন্ট ট্রাস্ট, হান্ড্রেড পার্সেন্ট প্রোগ্রাম ও হান্ড্রেড পার্সেন্ট রিচ।’

‘এই ট্রিপল সেঞ্চুরিটা করার জন্য ক্রিকেট বোর্ড তিনটা প্রোগ্রাম হাতে নিয়েছে। আমরা স্পিরিট অব ক্রিকেট আপগ্রেড করব। দ্বিতীয়ত হচ্ছে, সবার জন্য হাই পারফরম্যান্স। শুধু ক্রিকেটার নয়, যারা কর্মকর্তা আছে, তাদের কাজও যেন হাই পারফর্মিং হয়। আর তিন নম্বর হচ্ছে, সারা দেশব্যাপী কানেক্ট করব। ক্রিকেট বোর্ড শুধু মিরপুরে বসে থাকবে না। ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর আঞ্চলিক সংস্থার কাঠামো নিয়ে আমরা কথা বলেছি। কিন্তু আজ পর্যন্ত সেটা হয়নি।’

‘যেভাবেই হোক, বুরোক্রেটিক হয়ে হোক। এনএসসিও আমাদের সমর্থন দিচ্ছে। এর আগেও আমরা শুধুমাত্র ক্রিকেট নিয়ে দেশের সব জায়গায় আঞ্চলিক সংস্থার মতো করে ছড়িয়ে যাচ্ছি খুব শিগগিরই। আইসিসির কাছে এটা আমাদের একটা প্রতিশ্রুতি ছিল। এখন এটা আমাদের এক নম্বর প্রায়োরিটি। অবশ্যই ক্রিকেট দলের পারফরম্যান্সও এর সঙ্গে আছে।’

এআরবি/এমএমআর/জিকেএস

Read Entire Article