আমরা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ : আইনুল ইসলাম

2 hours ago 4

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় সাতক্ষীরা শহরের সঙ্গিতা মোড় থেকে র‌্যালিটি শুরু হয়ে নিউমার্কেট খুলনা রোড মোড়ের আসিফ চত্বরে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা। এতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের নেতা ফরিদ, আলিম, সদর থানা যুবদলের প্রিন্স, খোরশেদ জিয়া, পৌর যুবদলের উজ্জ্বল ও কবির, তালা উপজেলা যুবদলের আতিয়ার, শেখ মোস্তফা হোসেন মন্টু ও আনিস প্রমুখ।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে আইনুল ইসলাম নান্টা বলেন, ‘সাতক্ষীরা যুবদল আজ সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। আমরা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।’

র‌্যালিতে যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও স্লোগান নিয়ে অংশ নেন। পুরো শহরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

Read Entire Article