গরিব থাকাটা নিশ্চয়ই অভিশাপের। গরিব মানুষের মেরুদণ্ড সোজা রাখিবার মতো সংগতি থাকে না। সেই কারণে দরিদ্র মানুষের মর্যাদাবোধও কম থাকে। সুতরাং সম্পদের আকাঙ্ক্ষা দোষের নহে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যখন 'দারিদ্র্য'কে মহান করিয়া কবিতা লেখেন, যখন বলেন- 'হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান। তুমি মোরে দানিয়াছ খ্রিষ্টের সম্মান'- তখন আমরা ভাবি, গরিবিপনা লইয়া আমাদের মহান কবি কী দারুণ উচ্ছ্বাস প্রকাশ... বিস্তারিত