সংযুক্ত আরব আমিরাতের পর পাকিস্তানের বিপক্ষেও সিরিজ হার। পাকিস্তানের কাছে আবার টাইগাররা সিরিজ খুইয়েছে এক ম্যাচ বাকি থাকতেই। প্রথম দুই টি-টোয়েন্টিতে লড়াইও করতে পারেনি লিটন দাসের দল।
লাহোরে প্রথম ম্যাচে ৩৭ রানে হারের পর গতকাল (শুক্রবার) পাকিস্তানের কাছে ৫৭ রানের বড় পরাজয় দেখেছে বাংলাদেশ। না ব্যাটিং না বোলিং, দুই ম্যাচে কোনো দিক থেকেই সুবিধা করতে পারেনি বাংলাদেশ।
দুই ম্যাচেই পাকিস্তান দাঁড় করায় দুইশোর্ধ্ব পুঁজি। জবাবে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের। তবে লিটন দাস এখনই হাল ছাড়তে রাজি নন। তার আশা, শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবে টাইগাররা।
দ্বিতীয় টি-টোয়েন্টির পর বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমাদের আরও একটি সুযোগ আছে। এই মুহূর্তে আমাদের একসঙ্গে বসে আলাপ করতে হবে কীভাবে আমরা শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারি। কারণ এটি পুরোপুরি মানসিকতার ব্যাপার।’
একই মাঠে রোববার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ। লিটন দাসের দল কি পারবে হোয়াইটয়াশ এড়াতে?
এমএমআর/এমএস

4 months ago
13








English (US) ·