আমাদের ১২ মাসই হোক জুলাই : ফারুকী

6 days ago 9

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, আমাদের ১২ মাসই হোক জুলাই মাস। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ কথা বলেন।

এই চলচ্চিত্রকার বলেন, জুলাইয়ের গল্প বিভিন্ন ফরম্যাটে, নানাভাবে আমাদের বলে যেতে হবে। এর আগে ১৫ বছর কী হয়েছিল সেই গল্পগুলোও বলে যেতে হবে আমাদের।

কালবেলার পাঠকদের জন্য মোস্তফা সরয়ার ফারুকীর ফেসবুক পোস্টটি তুলে ধরা হলো -

জুলাইয়ের গল্প নানা ফরম্যাটে, নানাভাবে আমাদের বলে যেতে হবে, বলে যেতেই হবে, কেন জুলাই ঘটা অবশ্যম্ভাবী হয়ে উঠলো, এর আগে ১৫ বছর কি হয়েছিল সেই গল্পগুলোও বলে যেতে হবে।

আজকে বিকাল চারটায় “লাল মজলুম” নামে একটা দারুণ ইনোভেটিভ থিয়েটার হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয়ে এটা জাতীয় জাদুঘরের সামনে গিয়ে থামবে। 

ড. শাহমান মৈশানের নির্দেশনায় এই থিয়েটার পারফরমেন্সের সঙ্গে যুক্ত হয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। ঢাকার বন্ধুদের আমন্ত্রণ।
 
আমাদের বারো মাসই হোক জুলাই

প্রসঙ্গত, গত ১০ নভেম্বর সন্ধ্যায় মোস্তফা সরয়ার ফারুকী উপদেষ্টা হিসেবে শপথ নেন। সেদিন রাতেই তাকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি হয়।

Read Entire Article