আমান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে বিদেশ গমনে নিষেধাজ্ঞা

6 hours ago 6
অনাদায়ী অর্থ আদায়ের লক্ষ্যে আমান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে বিদেশ গমনের নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।  আদালত সূত্রে জানা যায়, ট্রাস্ট ব্যাংক পিএলসি, স্বাধীন টাওয়ার, ঢাকা ক্যান্টনমেন্ট, বাদী হয়ে আমান গ্রুপের বিরুদ্ধে দুইশ বাইশ কোটি সাত লাখ ১৬ হাজার টাকা আদায়ের লক্ষ্যে অর্থ ঋণ আদালত-৬ ঢাকা মামলা দায়ের করে। গত সোমবার (২৫ আগস্ট) অর্থ ঋণ আদালত-৬, ঢাকা, অর্থ ঋণ আদালত আইন, ২০০৩ এর ৫৭ ধারার অধীনে আদালত এই আদেশ প্রদান করেন।  স্বাক্ষরিত আদেশে বলা হয়, আগামী ১৫ দিনের মধ্যে পাসপোর্টসহ ব্যক্তিগতভাবে আদালতে হাজির হয়ে কারণ দর্শাতে হবে। এ ছাড়া এই ১৫ দিনের অন্তর্বর্তী সময়ের মধ্যে আমান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলামসহ তিন ছেলে ও তার স্ত্রীর বিরুদ্ধে বহির্গমনে নিষেধাজ্ঞা আরুপ করা হয়েছে। মোহাম্মদ রফিকুল ইসলাম ও তার তিন ছেলে পরিচালক যথাক্রমে মোহাম্মদ শফিকুল ইসলাম, মো. তরিকুল ইসলাম, মোহাম্মদ তৌফিকুল ইসলাম ও তার স্ত্রী মুক্তা ইসলাম মুক্তা ইসলাম এর বিরুদ্ধে আদালত অন্তর্বর্তী সময়ের মধ্যে বহির্গমনের নিষেধাজ্ঞা প্রদান করেছেন।  এই বিষয়ে ট্রাস্ট ব্যাংকের নিযুক্ত আইনজীবী মনিরুল ইসলাম কালবেলাকে বলেন, অনাদায়ী অর্থ আদায়ের জন্য আদালত আগামী ১৫ দিনের মধ্যে বিবাদীদেরকে আদালতে সশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর জন্য বলেছেন। এবং এই অন্তর্বর্তী সময়ে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছেন।  উল্লেখ্য, আমান গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান যেমন আমান ফুড লিমিটেড, জুবেলিন ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড, আমান টেক্সট লিমিটেড, আমান নেট প্যাকেজিং এন্ড এক্সেসরিজ লিমিটেড এইসব প্রতিষ্ঠানের নামে ট্রাস্ট ব্যাংক থেকে আমান গ্রুপ ঋণ নিয়েছিল ২২২ কোটি টাকার ওপরে। অনাদায়ী অর্থ আদায়ের জন্য ট্রাস্ট ব্যাংক অর্থ মোকদ্দমা দায়ের করে। 
Read Entire Article