ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। অভিনয়ের পাশাপাশি নিজের স্টাইল আর ব্যক্তিত্ব দিয়ে জায়গা করে নিয়েছেন দর্শকের হৃদয়ে। তবে এবার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার ইতি টানতে সরাসরি একটি বার্তা দিয়েছেন ভক্তদের উদ্দেশ্যে।
কদিন পর পরই আলোচনায় উঠে আসে কবে বিয়ে করছেন ঢাকাই সিনেমার এই নায়িকা। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী নিজেই। সামাজিক মাধ্যমে এক পোস্টে বিয়ে নিয়ে পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
অভিনেত্রীর জন্য পাত্র না খুঁজলেও চলবে উল্লেখ করে তিনি লিখেছেন, ‘জীবনটা সোশ্যাল মিডিয়ার মতো সহজ হলে খুব ভালোই হতো। কিন্তু বাস্তবতা অন্যরকম। তাই আপাতত আমার জন্য পাত্র না খুঁজলেও চলবে।’
আপাতত বিয়ে নয়, বরং কাজ আর পড়াশোনায় মনোযোগ দিতে চান এই অভিনেত্রী। সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের ভক্তদের এমন বার্তা দিতেই যেন নড়েচড়ে বসেছে ভক্ত-অনুরাগীরা।
দোয়া চেয়ে ফারিয়া আরও লিখেছেন, ‘কয়েক দিন পর পর আমার বিয়ে নিয়ে মাতামাতি হয়। দেখতে মজাই লাগে। তবে এখন কাজ আর একটু পড়াশোনা করতে চাই। এটার জন্য দোয়া করবেন প্লিজ।’
রেডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে প্রবেশ করেন নুসরাত ফারিয়া। ২০১৫ সালে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি ‘আশিকী’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। সিনেমাটি বাণিজ্যিকভাবে সফল হয়। এরপর বেশ কিছু সিনেমায় দেখা গেছে তাকে।