আমার বিয়ে-বাচ্চা সব মানুষ হওয়ায় দিছে: জেফার

2 weeks ago 16
উপস্থাপক রাফসান সাবাবের সংসার ভাঙার পর থেকেই চাউর হয় সংগীতশিল্পী জেফার রহমানের সঙ্গে তার প্রেমের খবর। এমনকি দুজনে এক সঙ্গে বিদেশ ভ্রমণও করে এসেছেন। সেই ভ্রমণের একটি ছবিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে।  বহুদিন ধরেই এ গুঞ্জন চললেও মুখে কুলুপ এঁটে ছিলেন এই তারকা জুটি। ভক্ত-অনুরাগীদের দাবি, জেফারের সঙ্গে সম্পর্কে জড়ানোর কারণেই সংসার ভেঙেছে রাফসানের। এরপর থেকেই বিভিন্ন সময় তারা থাকছেন সংবাদের শিরোনামে।  এ গুঞ্জন শুধু প্রেমেই থেমে নেই। শোবিজাঙ্গনের অনেকেরই দাবি, রাফসান ও জেফার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক গড়িয়েছে বিয়ে পর্যন্ত। তবে এ নিয়ে এখনো খোলাশা করেননি রাফসান-জেফারের কেউ।  সম্প্রতি এক সাক্ষাৎকারে রাফসানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন জেফার। যেখানে তিনি বলেছেন, তাদের দু’জনকে নিয়ে যে গুঞ্জন চলছে সেসব বিষয়ে তার কিছু পরিষ্কার করার নেই। তার কথায়, বিয়ে না করলেও মানুষ ইতোমধ্যে তার ব্যক্তিগত জীবন, বিয়ে, সম্পর্ক নিয়ে নানা মন্তব্য করছেন।  জেফার বলেন, ‘আমার বিয়ে-বাচ্চা সব মানুষ হওয়ায় দিয়েছে। এসব বিষয়ে আমার আর কিছু বলার নেই। তাদের যা ইচ্ছা ভাবুক।’ রাফসানের সঙ্গে থাইল্যান্ডে ঘুরতে যাওয়া ও প্রেম নিয়ে এই গায়িকা বলেন, ‘আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কোনো কিছুই শেয়ার করতে পছন্দ করি না। তবুও আমি যেহেতু একজন পাবলিক ফিগার, তাই আমার জীবন নিয়ে তারা নানা কিছু ভাবছে, বিভিন্ন রকম গল্প তৈরি করছে...আমি তাদেরকে সেসব ভাবতে দিচ্ছি। আপনাদের যা ইচ্ছা ভেবে নেন।’  
Read Entire Article