আমার শিরায় রক্ত নয়, ফুটছে সিঁদুর : মোদি

2 months ago 1253

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আমার শিরায় রক্ত নয়, সিঁদুর ফুটছে। তিনি বলেন, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় মাত্র ২২ মিনিটে ভারত প্রতিশোধ নিয়েছে। 

বৃহস্পতিবার (২২ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

মোদি বলেন, কাশ্মীরে সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে মাত্র ২২ মিনিটের মধ্যে ভারত প্রতিশোধ নিয়েছে। এ সময়ে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে অবস্থিত সন্ত্রাসীদের ৯টি বড় ঘাঁটি ধ্বংস করা হয়েছে। বিশ্ব ও দেশের শত্রুরা দেখেছে, যখন সিঁদুর বারুদে রূপান্তরিত হয়, তখন কী ঘটে। আমার রক্তে নয়, সিঁদুর টগবগ করছে।

সরকারি সূত্র জানিয়েছে, এই অভিযানে জঈশ-ই-মোহাম্মদ, লস্কর-ই-তৈয়বা ও হিজবুল মুজাহিদিনের মতো সন্ত্রাসী গোষ্ঠীর প্রায় ১০০ জন সন্ত্রাসী নিহত হয়েছে। এর আগে পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছিলেন।

মোদি বলেন, ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে একতাবদ্ধ। পেহেলগামে সন্ত্রাসীদের গুলি ১৪০ কোটি ভারতীয়ের হৃদয়ে আঘাত করেছে। আমরা সন্ত্রাসের কেন্দ্রে আঘাত করেছি। সরকার সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিল এবং আমাদের সশস্ত্র বাহিনী পাকিস্তানকে হাঁটু গেড়ে বসিয়েছে।

অপারেশন সিঁদুরের পর প্রথম জনসভায় মোদি পাঁচ বছর আগের বালাকোট বিমান হামলার পর রাজস্থান সফরের কথা স্মরণ করেন। তিনি বলেন, রাজস্থানের এই বীরভূমি আমাদের শেখায় যে দেশ ও তার নাগরিকদের চেয়ে বড় কিছু নেই। ২২ এপ্রিল সন্ত্রাসীরা আমাদের বোনদের কপালের সিঁদুর মুছে ফেলতে চেয়েছিল। পেহেলগামে যে গুলি চলেছে, তা ১৪০ কোটি ভারতীয়ের হৃদয় ভেদ করেছে। এরপর সমগ্র দেশ একত্রিত হয়ে সন্ত্রাসীদের নির্মূল করার সংকল্প নিয়েছে।

তিনি আরও বলেন, এটি একটি সংযোগ, পাঁচ বছর আগে বালাকোটে বিমান হামলার পর আমার প্রথম জনসভা রাজস্থানের সীমান্তে হয়েছিল। এবারও অপারেশন সিঁদুরের পর আমার প্রথম জনসভা এই বীরভূমি রাজস্থানের বিকানে‌ আপনাদের মাঝে হচ্ছে।

Read Entire Article