আমার সঙ্গে ছবি দেখিয়ে সুপারিশ করলে পাত্তা দেবেন না: সারজিস

2 months ago 32

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তী সরকার। ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার রাষ্ট্র পরিচালনার কাজ করলেও মাঠে মূলত একচ্ছত্র দাপট দেখাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতা। এ নেতাদের নাম ভাঙিয়ে এবং ‘সমন্বয়ক’ বা ‘সহ-সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজি, অনৈতিক সুযোগ-সুবিধা নেওয়ার ঘটনা ঘটছে। 

তেমনি বিড়ম্বনায় পড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তিনিও এ নিয়ে বিপত্তিতে পড়েছেন জানিয়ে তার নাম ভাঙিয়ে বা তার সঙ্গে ছবি দেখিয়ে অনৈতিক কোনো সুবিধা দাবি করলে তাতে পাত্তা না দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানিয়েছেন সারজিস আলম। পাশাপাশি প্রতারক, ভণ্ড ও সুবিধাবাজদের থেকে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করেছেন তিনি।

সারজিস আলম তার ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া ‘আমার সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু সতর্কতা’ শিরোনামে লেখা পোস্টে উল্লেখ করেছেন, ‘আমার সাথে কারও ছবি আছে মানেই সে আমার পরিচিত বা কাছের কেউ এমন নয় ৷ কেউ যদি আমার সাথে তার ছবি বা সংশ্লিষ্ট কিছু দেখিয়ে কোনো সুপারিশ করে তবে সে বিষয়টিকে পাত্তা দেওয়ার প্রয়োজন নেই ৷’

‘ব্যক্তিগতভাবে সুপারিশ আমি পছন্দ করি না ৷ যোগ্য মানুষগুলো তাদের যোগ্যতার ভিত্তিতে উপযুক্ত জায়গায় যাবে, এমন স্বপ্নই আমি সবসময় দেখি এবং এটাই অভ্যুত্থানের স্পিরিটের সাথে প্রাসঙ্গিক ৷ কোথাও কোনো যৌক্তিক ও প্রয়োজনীয় বিষয়ে কথা বলার প্রয়োজন হলে আমি নিজে দায়িত্ব নিয়ে কথা বলি ৷ অন্য কাউকে দিয়ে কথা বলানো বা সুপারিশ পাঠানো এসব কাজ আমার ব্যক্তিত্বের সাথে যায় না।’

তিনি আরও লেখেন, ‘কেউ যদি আমার নাম ভাঙিয়ে কিছু বলে বা করার চেষ্টা করে তাহলে বলবেন- সরাসরি আমার সাথে কথা বলিয়ে দিতে ৷ তখনই সত্য মিথ্যার পার্থক্য বুঝতে পারবেন ৷ প্রতারক, ভণ্ড ও সুবিধাবাজ থেকে সাবধান।’

এএএইচ/ইএ

Read Entire Article