দেশের বেশ কয়েকজন তারকা-শিল্পীর ব্যাংক হিসাব জব্দের খবর ছড়িয়ে পড়েছে। সেই তালিকায় রয়েছেন নুসরাত ইয়াসমিন তিশার নামের এক নারীও। সামাজিক মাধ্যম ও অনলাইনে এ নিয়ে সৃষ্টি হয়েছে বিভ্রান্তি। অনেকে ধরে নিয়েছেন অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশার আসল নাম নুসরাত ইয়াসমিন তিশা।
খবরটি প্রকাশ ও ছড়িয়ে পড়ার পর আজ (২২ জুন) রোববার রাতে ফেসবুকে একটি পোস্ট দেন নুসরাত ইমরোজ তিশা। সেখানে তিনি লিখেছেন, ‘আমি নুসরাত ইমরোজ তিশা।’
ওই পোস্টে তিশা লিখেছেন, ‘সম্প্রতি কিছু সংবাদমাধ্যম ভিন্ন একজনের আয়কর সংক্রান্ত তথ্যকে বিকৃতভাবে উপস্থাপন করে আমার নাম ও ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে। বিষয়টি একেবারেই মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমি, নুসরাত ইমরোজ তিশা, সবসময় নিয়ম মেনে কর দিয়ে এসেছি এবং একজন পেশাদার শিল্পী হিসেবে সততার সঙ্গে কাজ করি। আমি আশা করি সাংবাদিক বন্ধুরা ভবিষ্যতে তথ্য যাচাই করে আরও দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশ করবেন।’
মোটা অঙ্কের কর বকেয়া রয়েছে এ রকম তারকা-শিল্পীদের একটি তালিকা সম্প্রতি জাগো নিউজের হাতে এসেছে। উপ-কর কমিশনারের কার্যালয়, কর সার্কেল-২৫৩ এর ওই তালিকায় রয়েছে আরও বেশ কয়েকজন আলোচিত ও জনপ্রিয় তারকার নাম। সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদ স্বাক্ষরিত ওই নথিতে দেখা গেছে, কর বকেয়া নাগরিকদের মধ্যে রয়েছেন নুসরাত ফারিয়া, রেজাউল করিম (বাপ্পারাজ), আহমেদ শরীফ, শবনম পারভীন, নুসরাত ইয়াসমিন তিশা প্রমুখ। গত ১৫ জুন কর বকেয়া রয়েছে এ রকম ২৫ জন ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় কর অফিস।
নাম প্রকাশে অনিচ্ছুক এক রাজস্ব কর্মকর্তা জাগো নিউজকে বলেন, ‘সময়মতো কর পরিশোধ না করায় বেশ কয়েকজন তারকার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকজন তাদের কর পরিশোধ করেছেন, কয়েকজন সময় নিয়েছেন। কর পরিশোধ করলেই তাদের ব্যাংক হিসাব খুলে দেওয়া হবে।’
এমআই/আরএমডি/এমএসএম