‘আমি সেই ভাগ্যবান, যে বাবা-মায়ের কাছে থাকতে পারি’

4 hours ago 2

অভিনেত্রী সামিরা খান মাহি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার অনুসারীর সংখ্যা ত্রিশ লাখের বেশি। যাদের সঙ্গে প্রতিনিয়ত নিজের ব্যক্তিজীবন ও কাজের বিষয় শেয়ার করেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার বাবা-মায়ের সঙ্গে মাহি ছবি শেয়ার করে জানালেন তাদের প্রতি ভালোবাসা, যা হৃদয় ছুঁয়েছে তার ভক্তদের।

মায়ের সঙ্গে অভিনেত্রী সামিরা খান মাহি। ছবি : সংগৃহীত

বাবা-মায়ের সঙ্গে পাঁচটি ছবি শেয়ার করে মাহি ক্যাপশনে লিখেছেন, ‘আমি সেই ভাগ্যবান, যে বাবা-মায়ের কাছে থাকতে পারি। হ্যাঁ, এর মানে হলো সারাক্ষণ মেডিকেল রিপোর্ট নিয়ে দৌড়ানো, হাসপাতাল যাওয়া আর সবকিছুর খেয়াল রাখা। কিন্তু সত্যি বলতে, এর বিনিময়ে আর কিছুই চাই না। যেভাবে একসময় তারা আমার হাত ধরে ছিলেন, আজ আমিই তাদের হাত ধরে আছি— এটাই সবচেয়ে বড় আশীর্বাদ। তাদের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ।’

ফেসবুকে ছবিটি শেয়ার করেছেন মাহি। ছবি : সংগৃহীত

শেয়ার করা ছবিতে দেখা যায় মায়ের কাঁধে মাথা রেখে আছেন মাহি। বাবা-মায়ের চেকআপ করাতে কোনো এক হাসপাতালে চিকিৎসকের জন্য অপেক্ষা করছেন এই অভিনেত্রী। তার এমন পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এ সময় অনেকেই তার এমন দায়িত্বশীল আচরণ নিয়ে প্রশংসা করেন।

Read Entire Article