আমিরাতে অর্ধকোটি টাকার স্বর্ণ জিতলেন বাংলাদেশি

3 hours ago 3

সংযুক্ত আরব আমিরাতে অর্ধকোটি টাকার স্বর্ণ জিতেছেন এক বাংলাদেশি। প্রথম চেষ্টাতেই ২৪ ক্যারেটের ২৫০ গ্রাম স্বর্ণের লটারি জিতেছেন তিনি। যার বাজারমূল্য আনুমানিক ৫০ লাখ টাকা। 

রোববার (২৬ অক্টোবর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, প্রথমবারের মতো বিগ টিকিটের ই-ড্র-এ অংশ নিয়ে ২৫০ গ্রাম স্বর্ণ জিতেছেন মনসুর আহমদ নামের এক বাংলাদেশি। তিনি পেশায় ইলেকট্রিশিয়ান। প্রথম চেষ্টাতেই তিনি সফল হন। তার টিকিট নম্বর ০৫৪৪১১।

লাইভ ড্র চলাকালীন ঘোষণার পর তিনি হতবাক হয়ে যান। বলেন, সত্যি? ধন্যবাদ স্যার! 

গালফ নিউজ জানিয়েছে, তিনি বর্তমানে দুবাইয়ে চার বছর ধরে কর্মরত রয়েছেন। তার পরিবার বাংলাদেশে রয়েছে। বিজয়ের খবর পেয়ে বন্ধুদের সঙ্গে উদযাপনে মেতে উঠেছেন এই তরুণ প্রবাসী।

মনসুর জানান, আমি এখানে চার বছর ধরে আছি। আজ সত্যিই খুব খুশি। প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে বিগ টিকিট সম্পর্কে শুনে ১০ জন বন্ধুকে নিয়ে একটি গ্রুপ করি। প্রথমবারের মতো টিকিট কিনেছিলাম, আর আমরা জিতে গেলাম! সত্যিই অবিশ্বাস্য ভাগ্য।

তিনি বলেন, পুরস্কারের স্বর্ণ গ্রুপের ১০ জনের মধ্যে সমানভাবে ভাগ করে নেব। আমরা একসঙ্গে কেনা চালিয়ে যাব এবং বিগ টিকিটে আবারও চেষ্টা করব। এটি এমন একটি অভিজ্ঞতা যা আমরা কখনো ভুলব না।
 

Read Entire Article