রূপনগরে আগুনের ১২ দিন পর মিলল আরও এক মরদেহ

3 hours ago 5

রাজধানীর মিরপুরের রূপনগরের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ১২ দিন পর সেখান থেকে আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে ওই আগুনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ জনে।

রোববার (২৬ অক্টোম্বর) সন্ধ্যায় রূপনগরের শিয়ালবাড়ি এলাকার পোশাক কারখানাটির ভেতরে লাশটি পাওয়া যায়।

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ এর সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, কারখানাটিতে মৃতের সংখ্যা বেড়ে ১৭ জনে পৌঁছল।

তবে উদ্ধার হওয়া লাশটি পুরুষ নাকি নারীর, তা এখনো বোঝা যায়নি। তবে একজন নারীরই হওয়ার সম্ভাবনা বেশি। কারণ একটি পরিবার তাদের এক মেয়ের নিখোঁজ হওয়ার কথা বলে আসছিল।

গত ১৪ অক্টোবর ওই পোশাক কারখানা এবং এর পাশে একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা পোশাক কারখানার ভেতরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা ১৬ লাশ উদ্ধার করেন।

সেদিন রাতে কয়েকটি অ্যাম্বুলেন্সে করে লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ শেষে ১৯ অক্টোবর লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

Read Entire Article