রাজধানীর গুলশান এলাকার কূটনৈতিক পাড়ায় মার্কিন দূতাবাস সংলগ্ন এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। সেই সঙ্গে মোতায়েন করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষায়িত দল ‘স্পেশাল ওয়েপনস এ্যান্ড ট্যাকটিস’ বা সোয়াট। রোববার সন্ধ্যা থেকে সোয়াট মোতায়েন রাখতে দেখা গেছে এই দূতাবাস এলাকা ঘিরে।
পুলিশের বিশেষ এই দল মূলত ডিএমপির গোয়েন্দা শাখার অধীনে পরিচালিত। যারা বড় ধরনের সন্ত্রাসী হামলার রুখে দিতে পারদর্শী।
বিষয়টি রাত ১২ টা ১২ মিনিটে কালবেলাকে নিশ্চিত করেছেন ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার তারেক মাহমুদ। তিনি বলেন, নিয়মিত কার্যক্রম ও নিরাপত্তা বাড়ানোর অংশ হিসেবেই দূতাবাস এলাকায় সোয়াট মোতায়েন করা হয়েছে।
এর আগেও ১৪ অক্টোবর জঙ্গি হামলার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ঢাকার মার্কিন দূতাবাস ও তার আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। দূতাবাসের অনুরোধে ১৩ অক্টোবর দিবাগত রাত থেকে বারিধারার এই দূতাবাস ঘিরে সোয়াট মোতায়েন করা হয়েছিল। এবারও সেই ধরনের ঘটনা ইঙ্গিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র। তারা বলছেন, দূতাবাস কেন্দ্রিক সব সময়েই বিশেষ নিরাপত্তা থাকে। তবে বিশেষ তথ্যের ভিত্তিতে রোববার সন্ধ্যার পর থেকে মার্কিন দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার রয়েছে।
তবে কোনো হামলা বা হুমকির বিষয়টি নাকচ করেছেন উপ-কমিশনার তারেক মাহমুদ৷ তিনি বলেন, এ ধরনের (হামলার হুমকি) কোনো বিষয়ে আমরা অবগত নই। এটি নিয়মিত কার্যক্রমের অংশ।

3 hours ago
7









English (US) ·