আমিরাতে লটারি জিতে কোটিপতি দুই বাংলাদেশি

3 hours ago 4
সংযুক্ত আরব আমিরাতে লটারি জিতে কোটিপতি বনে গেছেন দুই বাংলাদেশি। দেশটির বিগ টিকেটের সর্বশেষ সাপ্তাহিক ড্রতে আড়াই লাখ দিরহাম জিতেছেন তারা। যা বাংলাদেশি মুদ্রায় দেড় কোটির বেশি।  সোমবার (২৪ ফেব্রুয়ারি) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  বিজয়ী দুজন হলেন মো. মোজাম্মেল হক ভূইঞা এবং আলমগীর হাফেজুর রহমান। ফেব্রুয়ারি মাসের চলতি সাপ্তাহিক ই-ড্র সিরিজের অংশ হিসেবে প্রতি সপ্তাহে দুজন বিজয়ী ঘোষণা করা হয়। এবার এ দুই বাংলাদেশি বিজয়ী হয়েছেন। তাদের মধ্যে মোজাম্মেল পেশাল গাড়িচালক এবং আলমগীর সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত রয়েছেন।  মোজাম্মেল বলেন, আমি সত্যিই বাকরুদ্ধ। এই মুহূর্তটি সুখের ঊর্ধ্বে। তিনি দুবাইয়ে বসবাস করছেন। সাত বছর আগে প্রথম বিগ টিকেট সম্পর্কে প্রথম জানতে পারেন তিনি। এরপর থেকে তিনি ২০ বন্ধুর একটি গ্রুপের সাথে প্রতি মাসে বিগ টিকেট কিনছেন। তিনি জানান, জয়ের পর এ অর্থ কীভাবে ব্যয় করবেন তা এখনো ঠিক করেননি। তিনি বলেন, একটা বিষয় নিশ্চিত, আমি এই পুরস্কার আমার বন্ধুদের সাথে ভাগ করে নেব, ঠিক যেমন আমরা সবসময় একসাথে খেলেছি। এই জয় আমার বিগ টিকেটের প্রতি বিশ্বাসকে আরও শক্তিশালী করেছে এবং আমি অবশ্যই আরও টিকেট কিনতে থাকব। গত ১৩ বছর ধরে দুবাইয়ে বসবাসকারী ভূইঞা বাকিদের জন্য একটি বার্তা দিয়েছেন। তিনি বলেন, আমার পরামর্শ সহজ—চালিয়ে যান, আপনার মুহূর্ত আসবে। লটারি জেতা অপর বাংলাদেশি আলমগীর জানান, সহকর্মীদের মাধ্যমে বিগ টিকেট সম্পর্কে তিনি জানতে পারেন। তিনি কিছু সময় ধরে ১০ জনের একটি গ্রুপের সাথে টিকেট কিনছেন। জয়ের খবর শুনে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, যখন আমি জয়ের কল পেলাম, আমি আনন্দে অভিভূত হয়ে পড়ি। দুবাইতে ১৫ বছর ধরে বসবাসকারী আলমগীর জানান, এই অর্থ তার গ্রুপের সদস্যদের মধ্যে ভাগ করা হবে। তিনি বলেন, এটি আমাদের জীবনে বিশাল পরিবর্তন আনবে। আমাদের কেউ কেউ এটি দিয়ে দেশে ঋণ শোধ করব, আবার কেউ পরিবারকে সহায়তা করার জন্য পাঠাব। তিনি আরও বলেন, জয় আমাদের আরও আশা দিয়েছে এবং আমরা আমাদের ভাগ্য পরীক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের পরবর্তী স্বপ্ন ২০ মিলিয়ন দিরহামের গ্র্যান্ড প্রাইজ জেতা।
Read Entire Article