আমিরাতে সরকারি স্কুলগুলোতে জামাতে জোহর আদায়ের নিয়ম চালু

2 hours ago 2

সংযুক্ত আরব আমিরাতের সরকারি স্কুলগুলোতে প্রতিদিন ক্লাস চলাকালে জোহরের নামাজের জন্য বিরতি দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গত ১২ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া এ নিয়ম দেশের ৫১২টি সরকারি স্কুলে একযোগে পালন করা হবে।

জানা গেছে, প্রতিদিন দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত  দেশের সরকারি স্কুলগুলোতে (স্থানভেদে সময় কিছুটা ভিন্ন হতে পারে) নামাজের বিরতি থাকবে। এ সময় সব ধরনের পাঠদান বন্ধ রাখতে হবে। শিক্ষক-শিক্ষার্থী সবার জন্য নিয়মটি প্রযোজ্য হবে।

সম্প্রতি এক্স-এ শেয়ার করা এক বিবৃতিতে আমিরাতের শিক্ষা মন্ত্রণালয় জানায়, ‘স্কুল শুধু জ্ঞান শিক্ষার স্থান নয়, এখান থেকে নৈতিকতারও শিক্ষা নিতে হবে।’ বিবৃতির সঙ্গে থাকা একটি ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীরা আজান দিচ্ছে, নামাজের প্রস্তুতি নিচ্ছে এবং জামাত আদায় করছে। 

এদিকে, প্রতিদিনের নামাজে অংশগ্রহণের তথ্য সংরক্ষণের নির্দেশও দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে বেসরকারি স্কুলগুলোর জন্য এ নিয়ম বাধ্যতামূলক নয়। যদিও অনেক বেসরকারি প্রতিষ্ঠান আগেই স্বেচ্ছায় একই ব্যবস্থা চালু করেছে।

সূত্র : গালফ নিউজ, দুবাই ইন্টারন্যাশনাল ও দ্য ইসলামিক ইনফরমেশন 

Read Entire Article