আমিরুলের আগুন ঝরা হ্যাটট্রিকে যুব হকি বিশ্বকাপের ‘চ্যালেঞ্জার চ্যাম্পিয়ন’ বাংলাদেশ
যুব হকিতে নতুন ইতিহাস লিখল বাংলাদেশ। ভারতের মাদুরাইয়ে অনুষ্ঠিত যুব হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফির ফাইনালে ইউরোপীয় দল অস্ট্রিয়াকে ৫–২ গোলে হারিয়ে শিরোপা জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ডিফেন্ডার হয়েও একে একে প্রতিপক্ষের জাল কাঁপিয়ে ম্যাচের নায়ক আমিরুল ইসলাম। এই ম্যাচেও হ্যাটট্রিক করে টুর্নামেন্টজুড়ে নিজের আধিপত্য আরও দৃঢ় করলেন এই তরুণ তারকা। গ্রুপ পর্বে বাদ পড়া আট দলের মধ্যে আয়োজিত স্থান নির্ধারণী আটটি ম্যাচকে আন্তর্জাতিক হকি সংস্থা (এফআইএইচ) এবার আনুষ্ঠানিকভাবে ‘চ্যালেঞ্জার ট্রফি’ নাম দিলেও, বাংলাদেশের জন্য এই শিরোপার গুরুত্ব ছিল অনেক বেশি। চ্যালেঞ্জার বিভাগজুড়ে সেরা দল হয়ে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ। ম্যাচের শুরুতে অস্ট্রিয়া আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি। প্রথম কোয়ার্টারের শেষ মুহূর্তে পেনাল্টি কর্নার থেকে শক্তিশালী হিটে গোল করে বাংলাদেশকে লিড এনে দেন আমিরুল ইসলাম। এর আগে একই কোয়ার্টারে নিজের দৃঢ় রক্ষণে নিশ্চিত একটি গোলও রুখে দেন তিনি। দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নারে আবারও গোল পায় বাংলাদেশ। এবার শট নেন হুজায়ফা, গোল পেতেও কোনো ভুল হয়নি। ২–০ ব্যবধা
যুব হকিতে নতুন ইতিহাস লিখল বাংলাদেশ। ভারতের মাদুরাইয়ে অনুষ্ঠিত যুব হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফির ফাইনালে ইউরোপীয় দল অস্ট্রিয়াকে ৫–২ গোলে হারিয়ে শিরোপা জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ডিফেন্ডার হয়েও একে একে প্রতিপক্ষের জাল কাঁপিয়ে ম্যাচের নায়ক আমিরুল ইসলাম। এই ম্যাচেও হ্যাটট্রিক করে টুর্নামেন্টজুড়ে নিজের আধিপত্য আরও দৃঢ় করলেন এই তরুণ তারকা।
গ্রুপ পর্বে বাদ পড়া আট দলের মধ্যে আয়োজিত স্থান নির্ধারণী আটটি ম্যাচকে আন্তর্জাতিক হকি সংস্থা (এফআইএইচ) এবার আনুষ্ঠানিকভাবে ‘চ্যালেঞ্জার ট্রফি’ নাম দিলেও, বাংলাদেশের জন্য এই শিরোপার গুরুত্ব ছিল অনেক বেশি। চ্যালেঞ্জার বিভাগজুড়ে সেরা দল হয়ে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ।
ম্যাচের শুরুতে অস্ট্রিয়া আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি। প্রথম কোয়ার্টারের শেষ মুহূর্তে পেনাল্টি কর্নার থেকে শক্তিশালী হিটে গোল করে বাংলাদেশকে লিড এনে দেন আমিরুল ইসলাম। এর আগে একই কোয়ার্টারে নিজের দৃঢ় রক্ষণে নিশ্চিত একটি গোলও রুখে দেন তিনি।
দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নারে আবারও গোল পায় বাংলাদেশ। এবার শট নেন হুজায়ফা, গোল পেতেও কোনো ভুল হয়নি। ২–০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতির পর আরও চড়াও হয় বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারের চতুর্থ মিনিটে রাকিবুল হাসান রকির ফিল্ড গোলে ব্যবধান বাড়ে ৩–০। এই কোয়ার্টারের শেষ দিকে অস্ট্রিয়া একটি ফিল্ড গোল করে ব্যবধান কমালেও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের হাতেই।
চতুর্থ কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে নিজের তৃতীয় গোলটি করে হ্যাটট্রিক পূর্ণ করেন আমিরুল। এরপর অস্ট্রিয়া আরও একটি গোল করে উত্তেজনা বাড়ালেও শেষ দুই মিনিটে ঠাণ্ডা মাথায় খেলে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
এই বিশ্বকাপে ছয় ম্যাচে পাঁচটি হ্যাটট্রিকসহ মোট ১৮ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন আমিরুল ইসলাম। ডিফেন্ডার হয়েও তার ধারাবাহিক গোল করা যুব বিশ্বকাপের ইতিহাসে বিরল এক কীর্তি।
গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও ফ্রান্সের বিপক্ষে লড়াকু পারফরম্যান্স দেখিয়েও মূল পর্বে উঠতে পারেনি বাংলাদেশ। তবে স্থান নির্ধারণী পর্বে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ওমানকে ১৩–০, দক্ষিণ কোরিয়াকে ৫–৩ এবং শেষে অস্ট্রিয়াকে হারিয়ে চ্যালেঞ্জার ট্রফির চ্যাম্পিয়ন হয় লাল-সবুজ।
যুব হকি বিশ্বকাপে বাংলাদেশের এই শিরোপা জয় দেশের হকির ইতিহাসে একটি মাইলফলক। তরুণদের এই সাফল্য ভবিষ্যতে বাংলাদেশের হকির পথচলায় নতুন স্বপ্ন ও আত্মবিশ্বাস জোগাবে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।
What's Your Reaction?