বাংলাদেশি শর্টফিল্ম ‘লোক’ লড়বে আমেরিকার ফ্যান্টাসটিক ফিল্ম ফ্যাস্টিভ্যালের ফ্ল্যাগশিপ বিভাগ ‘ফ্যান্টাসটিক শর্টস’-এ। পরিচালক মাহমুদা সুলতানা রীমা ছাত্রজীবনে বেশকিছু শর্টফিল্ম বানালেও কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় এবারই প্রথম যাচ্ছে তার নির্মাণ। তিনি বলেন, ‘লোক’ মেটাফরিক গল্প। হরর আর ফোকলোর জনরার। আমরা চেয়েছিলাম সমাজের কিছু দিক রূপকভাবে এই ফিল্মটি তুলে ধরতে। চেষ্টা করেছি বাস্তবতা আর কল্পনার মাঝামাঝি এক পৃথিবী […]
The post আমেরিকায় লড়বে বাংলাদেশের ‘লোক’ appeared first on চ্যানেল আই অনলাইন.