অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশি ও বিদেশি গণমাধ্যমকর্মী এবং ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেছেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরার তিনটি আয়নাঘর পরিদর্শন করেন তিনি। এগুলোর মধ্যে দুটি র্যাবের ও একটি ডিজিএফআইয়ের।
আয়নাঘর পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা ছাড়া আরও যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম ছয়জন উপদেষ্টা, গুম কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীসহ পাঁচজন, শেখ হাসিনার শাসনমলে গুমের শিকার হয়েছিলেন এমন আটজন।
প্রধান উপদেষ্টা বন্দিদের মুখ থেকে সেখানে কীভাবে তাদের রাখা হতো, কীভাবে টর্চার করা হতো এবং কীভাবে তারা দিনগুলো কাটিয়েছেন (কেউ কেউ আট-নয় বছর বন্দি ছিলেন) সে বর্ণনা শোনেন।
আয়নাঘর পরিদর্শনের পর রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা প্রত্যেকটা স্পটে গিয়েছেন, ঘুরে ঘুরে দেখেছেন। সেখানে ভিকটিমের মধ্যে যারা যেখানে ছিলেন তারা সেখানকার বন্দিকালীন দিনক্ষণের বর্ণনা করেন। তাদের মধ্যে আবদুল্লাহিল আমান আযমী ও ব্যারিস্টার আরমান আট-নয় বছয় বন্দি ছিলেন, তারা বন্দিকালীন পুরো ঘটনা প্রধান উপদেষ্টার কাছে বর্ণনা করেন।
এমইউ/বিএ/জেআইএম