এই ম্যাচটি ত্রিদেশীয় সিরিজের অঘোষিত সেমিফাইনাল। যারা জিতবে, তারাই ফাইনাল খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। এমন এক ম্যাচে পাকিস্তানের সামনে কঠিন লক্ষ্য।
করাচিতে টস জিতে ব্যাট করতে নেমে কোনো সেঞ্চুরি ছাড়াই ৫ উইকেটে ৩৫২ রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ ফাইনালে নাম লেখাতে হলে পাকিস্তানকে করতে হবে ৩৫৩।
দক্ষিণ আফ্রিকার কোনো ব্যাটার সেঞ্চুরি পাননি। তবে আশির ওপরে করেছেন তিনজনই। অধিনায়ক টেম্বা বাভুমা ৯৬ বলে ৮২, ম্যাথিউ ব্রিটজকে ৮৪ বলে ৮৩ আর হেনরিখ ক্লাসেন খেলেছেন ৫৬ বলেই ৮৭ রানের ইনিংস। ক্লাসেনের বিধ্বংসী ইনিংসে ১১টি চারের সঙ্গে ছিল ৩টি ছক্কা।
এছাড়া শেষদিকে কাইল ভেরেন ৩২ বলে ৪৪ আর করবিন বসচ ৯ বলে অপরাজিত ১৫ রানের ইনিংস খেলেন।
পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ৩টি এবং নাসিম শাহ আর খুশদিল শাহ নেন একটি করে উইকেট।
এমএমআর/জিকেএস