শুল্ক-কর বৃদ্ধির কারণে যেন রমজানে সংকট না হয়

3 hours ago 5

সরকার হুট করেই বছরের মাঝখানে কর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রমজান আসন্ন। করের চাপে বাজারে যেন কোনো সংকট তৈরি না হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে এমসিসিআই কনফারেন্স হলে জাগো নিউজ আয়োজিত ‘ভোক্তার কাঁধে বাড়তি করের বোঝা: উত্তরণে করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহ-সভাপতি এস এম নাজের হোসাইন একথা বলেন।

শুল্ক-কর বৃদ্ধির কারণে যেন রমজানে সংকট না হয়

রমজান মাসে পণ্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়ে নাজের হোসাইন বলেন, উল্লেখযোগ্য যেসব ভোগ্যপণ্যে শুল্ক-কর বেড়েছে, সেগুলোর অনেকগুলো রমজানের জন্য গুরুত্বপূর্ণ উপকরণ। আমরা সব সময় এগুলোতে ভ্যাট বাড়ানোর বিরোধিতা করেছি। আপনাদের (ব্যবসায়ীদের) প্রতিও আমাদের অনুরোধ, রমজানে যেন এসব পণ্যের সংকট না হয়, দাম যেন না বাড়ে। আপনারা ভোক্তার স্বার্থের বিষয়টি চিন্তা করবেন। তারা যেন এ মাসে স্বস্তিতে থাকতে পারে।

পণ্যের দাম বাড়লে বিক্রি কমে, লাভ কম হয়- এটা কোম্পানিগুলো অনুধাবন করেছে সেজন্য ধন্যবাদ জানিয়ে ক্যাবের এই সহ-সভাপতি বলেন, যেদিন এ শুল্ক-কর বাড়িয়ে প্রজ্ঞাপন হয়েছে, সেদিন থেকেই কিছু পণ্যের দাম বেড়েছে। অর্থাৎ, আমরা দাম বাড়ানোর ক্ষেত্রে যেভাবে তৎপরতা দেখাই, কমানোর ক্ষেত্রে সেটা দেখা যায় না। ক্যাব সব সময় চায় ভোক্তারা যাতে কম মূল্যে পণ্য পায়।

এনএইচ/এএসএ/এমএমএআর/জিকেএস

Read Entire Article