আর কোনো ভোট ডাকাতির সুযোগ দেওয়া হবে না: মাওলানা রফিকুল ইসলাম

3 months ago 11

দেশে আর কোনো ভোট ডাকাতির সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম।

রোববার (১১ মে) পাবনার সাঁথিয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

রফিকুল ইসলাম বলেন, ‘অনেকেই যেনতেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন। এ ধরনের নির্বাচন আর মেনে নেওয়া হবে না। বাংলাদেশে আর কোনো ভোট ডাকাতির সুযোগ দেওয়া হবে না। জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারকে স্থানীয় নির্বাচনের আয়োজন করতে হবে। তার আগে সব গণহত্যার বিচার সম্পন্ন করতে হবে। গণহত্যাকারীদের ফাঁসির মঞ্চে ঝোলাতে হবে। যুদ্ধাপরাধের বিচারের নামে যাদের হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে; তাদের হত্যার পরিকল্পনায় জড়িত সব কর্মকর্তা, সাক্ষী ও বিচারককে বিচারের আওতায় আনতে হবে।’

 মাওলানা রফিকুল ইসলাম

হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘যারাই ফ্যাসিবাদের সঙ্গে কোনোভাবে জড়িত হবে, দেশের মানুষ তাদের সবাইকে একই কাতারে বিবেচনা করবে। বাংলাদেশের জনগণ আর কোনো ফ্যাসিবাদী সরকার প্রতিষ্ঠিত হতে দেবে না। আমরা আর কোনো ফ্যাসিস্ট প্রতিষ্ঠিত হতে দেবো না।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদী, মাওলানা আব্দুস সোবহানের ছেলে নেসার আহমেদ নান্নু, মুহাম্মদ কামারুজ্জামানের ছেলে হাসান ইমাম ওয়াফি, আলী আহসান মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর, আব্দুল কাদের মোল্লার ছেলে হাসান জামিল, মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ ইকবাল হোসেন, সেক্রেটারি মাওলানা আব্দুর গাফফার খান, কেন্দ্রীয় শুরা সদস্য আব্দুল বাসেত খান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ প্রমুখ।

আলমগীর হোসাইন নাবিল/এসআর/জিকেএস

Read Entire Article