মানুষের কাছে যাতে একঘেয়ে না লাগে এবং অভিনয় নির্ভর এমন কোনো চরিত্র বেছে নেওয়ার কথা ভাবছেন বলিউড অভিনেতা ববি দেওল। ‘অ্যানিমাল’ সিনেমায় খল চরিত্র করে ডুবে যাওয়া ক্যারিয়ারকে ভাসিয়ে তুলেছিলেন ববি। এরপর থেকে কয়েকটি নেতিবাচক চরিত্রে করেছেন তিনি, কিন্তু আপাতত খল চরিত্র থেকে বেরিয়ে আসতে চাইছেন এই অভিনেতা।
‘আশ্রম’ থেকে ‘অ্যানিমাল’ করে দারুণ জনপ্রিয়তা পাওয়া ববি বলেছেন,... বিস্তারিত