আর চেন্নাইয়ের ভিডিও পোস্ট করবেন না অশ্বিন

4 hours ago 3

আইপিএলের চলতি মৌসুমে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বাকি ম্যাচগুলোর কোনো ভিডিও নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করবেন না রবীচন্দ্রন অশ্বিন। গতকাল রোববার এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন অশ্বিনের চ্যানেলের এডমিন।

এতদিন চেন্নাইয়ের ম্যাচের প্রিভিউ ও রিভিউ নিয়মিত পোস্ট করতো চ্যানেলটি। কিন্তু আফগানিস্তান স্পিনার নুর আহমেদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে সমালোচনা শুরু হওয়ার পর ভিডিও না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

অশ্বিনের চ্যানেলের এডমিনের তরফ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘গত এক সপ্তাহে এই ফোরামে আলোচনার ধরন বিবেচনা করে সচেতনভাবে সিদ্ধান্ত নিয়েছি যে, চলতি মৌসুমে সিএসকের ম্যাচগুলো কভার করা থেকে বিরত থাকবো — প্রিভিউ এবং রিভিউ উভয়ই।’

‘আমাদের অনুষ্ঠানে বিভিন্ন দৃষ্টিভঙ্গির মূল্য আছে এবং আমরা সেই বৈচিত্র্যকে সম্মান করি। আমরা নিশ্চিত করতে চাই, আলোচনাগুলো যেন চ্যানেলের নীতিমালা ও উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে। আমাদের অতিথিরা যে মত প্রকাশ করেন, তা অশ্বিনের ব্যক্তিগত মত নয়।’

গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকা ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) সাবেক ডেটা অ্যানালিস্ট এবং চ্যানেলের নিয়মিত অতিথি প্রসন্ন আগোরাম সমালোচনা চেন্নাইয়ের একাদশ সাজানোর কৌশলের সমালোচনা করেন। একাদশে দুই স্পিনার অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা থাকার পরও নুর আহমেদকে দলে নেওয়ার ব্যাপারটা তার কাছে ভালো ঠেকেনি।

অশ্বিনের চ্যানেলের ওই ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে তীব্র প্রতিক্রিয়ার মাঝে ভিডিওটি সরিয়ে ফেলা হয়।

গেল শনিবার ঘরের মাঠ চিপকে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে চেন্নাই ২৫ রানে হেরে যাওয়ার পর চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিংকে জিজ্ঞাসা করা হয়েছিল, একজন খেলোয়াড়ের ইউটিউব চ্যানেল দলের ভেতর অস্বস্তি তৈরি করতে পারে কিনা।

জবাবে ফ্লেমিং বলেন, ‘আমি কিছুই জানি না। আমি জানতামও না যে (অশ্বিনের) কোনো চ্যানেল আছে। আমি এসব ফলো করি না। এটা আমার কাছে একেবারেই অপ্রাসঙ্গিক।’

এমএইচ/জিকেএস

Read Entire Article