সেই ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর খেলেছেন। এবার খেলবেন নবম আসরটি। সবকয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা বিশ্বের মাত্র দ্বিতীয় খেলোয়াড় হতে যাচ্ছেন সাকিব আল হাসান। আরেকজন ভারতের রোহিত শর্মা।
সাকিবের কাছে এটা গর্বের। বিসিবির এক ভিডিওবার্তায় বিশ্বকাপ নিয়ে দলের আশা-আকাঙ্ক্ষাসহ বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন বর্ষীয়ান এই অলরাউন্ডার।
সাকিব বলেন, ‘যখন শুরু করেছি ক্রিকেট খেলাটা, এতদিন যে খেলতে পারব (ভাবিনি)...প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে এই বিশ্বকাপ পর্যন্ত যতগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপ হলো, সবগুলোতেই অংশ নিতে পারছি। আমার জন্য এটা গর্বের এবং আনন্দের। একইসঙ্গে দেশের প্রতিনিধিত্ব করছি, অনেক ভালো লাগার একটা জায়গা আছে।’
বয়সটা ৩৭ পেরিয়েছে। ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে। তবে বিশ্বসেরা অলরাউন্ডারের আশা আরও একটি বিশ্বকাপ খেলার।
সাকিব বলেন, ‘আমি আর রোহিত শর্মাই শুধু দুজন খেলোয়াড় যারা সবগুলো বিশ্বকাপ খেলেছে। আশা করব আরও একটা বিশ্বকাপ যেন খেলতে পারি।’
সঙ্গে যোগ করেন, ‘তার আগে এই বিশ্বকাপে যেন পারফরম্যান্সটা অনেক ভালো থাকে। বাংলাদেশ যেন অন্যান্য যে কোনো বিশ্বকাপের চেয়ে ভালো রেজাল্ট করে আসতে পারে।’
এমএমআর/এমএস