চট্টগ্রামে রাউজান থানার হত্যাচেষ্টা, ভাঙচুর ও নাশকতারসহ ৩ মামলায় কারাবন্দি চট্টগ্রাম-৬ রাউজান আসনের সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার (শ্যেন অ্যারেস্ট) দেখিয়েছেন আদালত।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) পুলিশের কড়া নিরাপত্তায় মাধ্যমে সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম জুডিশিয়াল মাজিস্ট্রেট ভবনে আনা হয়। পরে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের চিফ জুডিশিয়াল মাজিস্ট্রেট কাজী সহিদুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান বলেন, রাউজান থানার হত্যাচেষ্টা, ভাঙচুর ও নাশকতারসহ ৩ মামলায় এবিএম ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ৩টি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
তিনি বলেন, রাউজান থানার আরেকটি মামলায় এবিএম ফজলে করিম চৌধুরীকে শ্যেন অ্যারেস্ট দেখানোর আবেদন করা হয়েছিল। মামলার নথি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে থাকায় মামলাটির শুনানি হয়নি।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে সংসদ সদস্য পদ হারান ফজলে করিম চৌধুরী। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি। এরপর গত ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে ১৯ সেপ্টেম্বর এ বি এম ফজলে করিম চৌধুরীকে একটি হেলিকপ্টারে ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়। পরে আদালতে হাজির করা হলে ফজলে করিমের প্রিজনভ্যানে ডিম ছুড়ে মারেন বিক্ষুব্ধ লোকজন।