আরও সেন্ট্রিফিউজ তৈরি করতে সক্ষম ইরান : আইএইএ প্রধান

3 hours ago 4
ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য অতিরিক্ত সেন্ট্রিফিউজ উৎপাদন করার সক্ষমতা রাখে বলে জানিয়েছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি। বুধবার (৩ সেপ্টেম্বর) তিনি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেন। গ্রোসি জানান, সম্প্রতি ১২ দিনের যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার শিকার হওয়া ইরানি স্থাপনাগুলোতে পুনরায় আইএইএ পরিদর্শন চালুর বিষয়ে আলোচনায় দ্রুত অগ্রগতি হচ্ছে। তিনি আশা করেন, চলতি সপ্তাহেই এ নিয়ে একটি চুক্তি হতে পারে। এর আগে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি আলি লারিজানি বলেন, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় রাজি আছে, তবে ওয়াশিংটন কেবল আলোচনা প্রসঙ্গ তোলে কিন্তু সরাসরি আলোচনায় বসে না। তিনি অভিযোগ করেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর মার্কিন দাবি আসলে কোনো অর্থবহ আলোচনার পথ রুদ্ধ করছে। এদিকে, গত সপ্তাহে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ২০১৫ সালের পারমাণবিক চুক্তির (জেসিপিওএ) আওতায় থাকা ‘স্ন্যাপব্যাক মেকানিজম’ সক্রিয় করেছে। ফলে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হতে পারে। যুক্তরাষ্ট্র এ পদক্ষেপকে স্বাগত জানালেও ইরানের সঙ্গে সরাসরি আলোচনার দ্বার খোলা রাখার বার্তাও দিয়েছে।  
Read Entire Article