আরও ৩ মেডিকেল কলেজের নাম পরিবর্তন

2 months ago 32

গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজসহ আরও তিন মেডিকেল কলেজের নাম পরিবর্তন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সোমবার (১৭ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য শিক্ষা বিভাগ।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার সচিব ডা. মো. সারোয়ার বারী প্রজ্ঞাপনে সই করেছেন। জারি করা আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ রয়েছে প্রজ্ঞাপনে।

নাম পরিবর্তন হওয়া সরকারি মেডিকেল কলেজগুলো হলো– গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ, সুনামগঞ্জের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ এবং হবিগঞ্জের শেখ হাসিনা মেডিকেল কলেজ। জেলার নামে এসব মেডিকেল কলেজের নামকরণ করা হয়েছে।

৩০ অক্টোবর ছয়টি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। এ নিয়ে মোট ৯টি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হলো।

এএএম/এমআরএম/এমএস

Read Entire Article