আরচারি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়

3 months ago 42

কোয়ার্টার ফাইনালের লক্ষ্য নিয়ে বিশ্বকাপ আরচারি স্টেজ-২ খেলতে চীনের সাংহাই গিয়েছিল বাংলাদেশের পাঁচ আরচার। সে লক্ষ্য পূরণ না করেই দেশে ফিরতে হচ্ছে আরচারদের। শেষ ষোলোয় গিয়েই খেই হারিয়ে ফেলেছেন মার্টিন ফ্রেডরিকের শিষ্যরা।

রিকার্ভ পুরুষ এককে অংশ নিয়েছিলেন রামকৃষ্ণ সাহা, সাগর ইসলাম ও আলিফ আবদুর রহমান। প্রথম রাউন্ডে জাপানের নাকানিশি জুনাইয়াকে ৬-৪ পয়েন্টে হারান রামকৃঞ্চ। দ্বিতীয় রাউন্ড অর্থাৎ শেষ ষোলোতে হেরে যান অস্ট্রেলিয়া টায়েক রায়ানের কাছে ৬-৪ ব্যবধানে।

সাগর ইসলাম প্রথম রাউন্ডে তুরস্কের আকোইন বাস্কেকে হারান ৬-৪ ব্যবধানে। শেষ ষোলোয় তিনি হেরে যান চাইনিজ তাইপের লু ঝেংয়ের কাছে ৬-০ ব্যবধানে। আলিফ আবদুর রহমান প্রথম রাউন্ডে চাইনিজ তাইপের সু ইউ ইয়ংকে ৬-০ তে হারান এবং শেষ ষোলোয় ৭-৩ ব্যবধানে হেরে যান মেক্সিকোর গ্রান্ডি মাতিয়াসের কাছে।

রিকার্ভ পুরুষ টিম ইভেন্টের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ। আলিফ, সাগর ও রামকৃঞ্চরা ৫-৪ এ হেরেছেন পোল্যান্ডের কাছে।

কম্পাউন্ড ব্যক্তিগত বিভাগে হিমু বাছার ১৪২-১৪১ অস্ট্রেলিয়ান মাহন জশুকে হারিয়ে শেষ ষোলোয় উঠলেও ওই রাউন্ডে ডেনমার্কের ফুলেরটন মাথিয়াসের কাছে ১৩৯-১৪৭ পয়েন্টে হেরে বিদায় নেন। তার চূড়ান্ত র‌্যাংকিং হয়েছে ১৭।

কম্পাউন্ড নারীদের ব্যক্তিগত ইভেন্টে বন্যা আক্তার মেক্সিকোর বার্নাল মারিয়ানার কাছে ১৪০-১৩৫ পয়েন্ট হেরে ষোলতেই উঠতে পারেনি। তার চূড়ান্ত র‌্যাংকিং ৩৩। কম্পাউন্ড মিশ্র বিভাগে হিমু বাছার ও বন্যা আক্তার শেষ বাই পেয়ে শেষ ষোলোয় ওঠেন। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ১৫৫-১৫৬ স্কোরে মেক্সিকোর কাছে হেরে গেছেন। ১ পয়েন্টে জন্য উঠতে পারেনি কোয়ার্টার ফাইনালে। কম্পাউন্ট মিশ্রে দ্বৈতে ৯ম হয়েছে বাংলাদেশ।

আরআই/আইএইচএস

Read Entire Article