কমেডি ও রোমান্টিক গল্পের নাটক ‘ভাত লাভার’ আসছে ‘জাগো এন্টারটেইনমেন্ট’র পর্দায়। এক বিজ্ঞপ্তিতে ‘জাগো এন্টারটেইনমেন্ট’ জানিয়েছে, আজ (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে দেখা যাচ্ছে নাটকটি।
‘ভাত লাভার’ নাটক পরিচালনা করেছেন সকাল আহমেদ। এতে জুটি বেঁধেছেন আরশ খান ও সামিরা খান মাহি। নাটকের দৃশ্যধারণের কাজ হয়েছে সম্প্রতি।
নাটকে দেখা যাবে, একটি মেয়ে ভালো মানের ভাতের হোটেলে বসে ভাত খাচ্ছে। হঠাৎ তার ফোন আসে। নেটওয়ার্ক পাচ্ছে না দেখে টেবিল থেকে উঠে জানালার পাশে যায় কথা বলতে। সেসময় আরও একটা ছেলে আসে ভাত খেতে। টেবিলটিতে হাফ খাওয়া ভাত দেখে বয়কে বলে টেবিল পরিষ্কার করতে। পর ঘটতে থাকে নানান ঘটনা।
আরও পড়ুন:
সকাল আহমেদ বলেন, একটা মেয়ে ভাত খেতে খুব পছন্দ করে। সেই ভাতকে উপজীব্য করে প্রেমের গল্প এর ভেতরে সামাজিক বার্তা আছে। আমরা চেয়েছি, যেন দর্শক শুধু প্রেমের গল্প না দেখে-গল্পের আবেগও অনুভব করে। সুন্দর একটি সমাপ্তি দেওয়ার চেষ্টা করেছি।’
এমআই/এমএমএফ/এমএস