আরশের সঙ্গে জুটি ভাঙার কারণ জানালেন তানিয়া 

1 month ago 27

একটা সময়ে টানা একের পর এক নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন আরশ খান ও তানিয়া বৃষ্টি। এই জুটির নাটক দর্শকনন্দিত হতে থাকে। মিডিয়াপাড়ায় তাদের প্রেমের গুঞ্জনও চাউর ছিল। তবে এখন আর একসঙ্গে দেখা যায় না আরশ-তানিয়াকে। 

শামীম হাসান সরকারসহ একাধিক অভিনেতার বিপরীতে অভিনয় করছেন তানিয়া। অন্যদিকে আরশকে বেশির ভাগ নাটকেই দেখা যাচ্ছে তাসনুভা তিশার বিপরীতে। নতুন এই জুটিও পেয়েছে দর্শকপ্রিয়তা। দর্শকরা এখনো তানিয়া-আরশকে জুটি হিসেবে দেখতে চান। ইউটিউব কিংবা সোশ্যাল হ্যান্ডেলেও দুই তারকার ভক্তরা ফের জুটি বেঁধে কাজের আহ্বান জানান কমেন্টস সেকশনে। যদিও তেমন সম্ভাবনা এই মুহূর্তে খুব একটা দেখা যাচ্ছে না। কারণ মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছেন তারা।

এবার আরশের সঙ্গে জুটি বেঁধে কাজ না করার কারণ জানালেন তানিয়া বৃষ্টি। কালবেলার সঙ্গে একান্ত আলাপে তিনি বলেন, দর্শকরা আমাদের এখনো জুটি হিসেবে দেখতে চান। আমারও ওর সঙ্গে কাজ করতে কোনো সমস্যা নেই। কিন্তু গত রোজার ঈদের আগে আমাদের দুজনের টানা ১২-১৫ দিনের একটা কাজের শিডিউল ছিল। কিন্তু হঠাৎ করেই আরশ কাজ করবে না বলে জানিয়ে দেয়। আমার দিক থেকে কিন্তু কাজ বন্ধ করে দেইনি। একজন প্রফেশনাল শিল্পী হিসেবে আমি এমনটা কখনোই করতাম না। পরে যেটা হয়েছে আমার নাম না বললেও আরশ বলেছে, কোনো একজন অভিনেত্রী তার সঙ্গে যার সঙ্গে কাজ করেছিল সে সিন্ডিকেট করে কাজ আটকাচ্ছে। 

তানিয়ার ভাষ্য, আমি নিজেও সিন্ডিকেটের শিকার হয়েছিলাম। আমি কেন এমনটা করতে যাব। যেটা হয়েছে আমি আরশের পাশাপাশি অনেক সহশিল্পীর সঙ্গেই একই সময়ে কাজ করেছি। সে কারণে আমার কাজ করতে সমস্যা হয়নি। এখন আরশ যদি নায়িকা না পায় এতে আমার কী করার থাকে। তবে আরশ আমার সঙ্গে কাজ করতে চাইলে আমি করব। আমি খুব প্রফেশনাল একজন শিল্পী।   

Read Entire Article