আরসিবির জয় উদযাপনে প্রাণহানির ঘটনায় যা বললেন গম্ভীর

2 months ago 7

আইপিএল ২০২৫-এ চ্যাম্পিয়ন হওয়ার পর বেঙ্গালুরুতে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি)-এর বিজয় উদযাপনে পদদলিত হয়ে ১১ জন প্রাণ হারানোকে কেন্দ্র করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ভারত ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। এই দুর্ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করে তিনি ভবিষ্যতে আরও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।

মুম্বাইয়ে ইংল্যান্ড সফরের আগে ভারতের টেস্ট অধিনায়ক শুভমান গিলের সাথে সংবাদ সম্মেলনে গম্ভীর বলেন, ‘আমি কখনও রাস্তার শোভাযাত্রার পক্ষপাতী ছিলাম না। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরও আমি একই কথা বলেছিলাম। আমরা যদি উদযাপন করতেই চাই, তাহলে সেটা যেন স্টেডিয়ামে সীমাবদ্ধ থাকে। ১১ জন মানুষের প্রাণহানির মতো ঘটনা কখনও মেনে নেওয়া যায় না।’

তিনি যোগ করেন, ‘প্রতিটি জীবনই মূল্যবান। এমন কিছু করার আগে আমাদের ভাবতে হবে—আমরা কি প্রস্তুত? যদি না হই, তবে সেটি করা উচিত নয়। দায়িত্বজ্ঞানহীন উদযাপন কখনও কারও জীবনের বিনিময়ে হওয়া উচিত নয়।’

এই একই দিনে ভারতের টেস্ট দলের নেতৃত্বে বড় পরিবর্তন এনেছে বিসিসিআই। সদ্য ঘোষিত স্কোয়াডে শুভমান গিলকে অধিনায়ক এবং ঋষভ পান্তকে সহ-অধিনায়ক করা হয়েছে। আগামী ২০ জুন থেকে শুরু হওয়া ইংল্যান্ড সফরের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ দিয়েই ভারতের নতুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (২০২৫–২৭) যাত্রা শুরু হবে।

এই সিরিজে গিলের অধিনায়কত্বে শুরু হচ্ছে ভারতের টেস্ট ক্রিকেটের এক নতুন যুগ। রোহিত শর্মা, বিরাট কোহলি ও অশ্বিনের মতো অভিজ্ঞদের পর এবার দলকে নেতৃত্ব দেবেন ২৪ বছর বয়সী গিল, যিনি ইতোমধ্যেই নিজেকে একজন টেস্ট ব্যাটার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

সিরিজের সূচি:

  • ১ম টেস্ট: ২০–২৪ জুন, হেডিংলি, লিডস
  • ২য় টেস্ট: ২–৬ জুলাই, এজবাস্টন, বার্মিংহাম
  • ৩য় টেস্ট: ১০–১৪ জুলাই, লর্ডস, লন্ডন
  • ৪র্থ টেস্ট: ২৩–২৭ জুলাই, ওল্ড ট্র্যাফোর্ড, ম্যানচেস্টার
  • ৫ম টেস্ট: ৩১ জুলাই–৪ আগস্ট, কিয়া ওভাল, লন্ডন

ভারতের স্কোয়াড:

শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ-অধিনায়ক ও উইকেটকিপার), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরন, করুণ নাইর, নীতিশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশ দীপ, অর্শদীপ সিং, কুলদীপ যাদব।

ইংল্যান্ডের স্কোয়াড:

বেন স্টোকস (অধিনায়ক), শোয়েব বশির, জ্যাকব বেটেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, স্যাম কুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, জেমি ওভারটন, ওলি পোপ, জো রুট, জেমি স্মিথ, জশ টাং, ক্রিস ওক্স।

Read Entire Article