আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল বন্ধ

5 hours ago 9

ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ১০টা থেকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। 

এ তথ্য নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, বর্তমানে আরিচা প্রান্তিকে ফেরি চিত্রা ১০টি ট্রাক নিয়ে লোড অবস্থায় রয়েছে।

অন্যদিকে, ফেরি ধানসিড়ি এবং হামিদুর ২ নম্বর ঘাটে, ফেরি শাহ আলী ৩ নম্বর ঘাটে অবস্থান করছে। ফেরি কষানী ও খানজাহান আলী কাজিরহাট প্রান্তিকে নোঙর করা আছে।

তিনি বলেন, কুয়াশা কমলে ফেরি চলাচল পুনরায় শুরু হবে। নৌযাত্রা বন্ধ হওয়ায় পণ্যবাহী যানবাহন ও যাত্রীদের মধ্যে ভোগান্তি দেখা দিয়েছে বলেও জানান তিনি।  

Read Entire Article