আরিফিন শুভর অ্যাকশন সিনেমার নায়িকা মিম
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ কাজ শুরু করেছেন তার নতুন অ্যাকশনধর্মী সিনেমার শুটিং। এতে তার বিপরীতে আছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। নতুন এই জুটির আভাস সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ বেড়েছে কয়েকগুণ। ‘আব্বাস’ ও ‘লোকাল’ খ্যাত নির্মাতা সাইফ চন্দনের পরিচালনায় রাজশাহী ও নাটোরে চলছে টানা শুটিং। জানা গেছে, পুরোপুরি অ্যাকশন অবতারে দেখা যাবে শুভকে। এরই মধ্যে শুটিং সেট থেকে ফাঁস হওয়া একটি ছবিতে উঠে এসেছে তার লুক-লম্বা চুল, রক্তমাখা শরীর আর দুই হাতে রক্তাক্ত কুড়াল; যা দেখে ধারণা মিলেছে চরিত্রটি হবে তুমুল অ্যাকশনময়। আরও পড়ুন:মোশাররফ করিম এবার স্ট্যান্ডআপ কমেডিয়ানসেলিম হায়দারের মৃত্যুতে শোকাহত রুনা লায়লা এটি শুভ-মিম জুটির তৃতীয় সিনেমা। তবে গল্প বা চরিত্র নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলছেন না সংশ্লিষ্ট কেউ। সূত্র জানায়, ছবির কয়েকটি নাম প্রাথমিকভাবে ঠিক করা হলেও চূড়ান্ত নাম ঘোষণা করা হয়নি। ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে গত এক সপ্তাহ ধরে চলছে শুটিংয়ের ব্যস্ততা। এমএমএফ/এমএস
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ কাজ শুরু করেছেন তার নতুন অ্যাকশনধর্মী সিনেমার শুটিং। এতে তার বিপরীতে আছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। নতুন এই জুটির আভাস সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ বেড়েছে কয়েকগুণ।
‘আব্বাস’ ও ‘লোকাল’ খ্যাত নির্মাতা সাইফ চন্দনের পরিচালনায় রাজশাহী ও নাটোরে চলছে টানা শুটিং। জানা গেছে, পুরোপুরি অ্যাকশন অবতারে দেখা যাবে শুভকে। এরই মধ্যে শুটিং সেট থেকে ফাঁস হওয়া একটি ছবিতে উঠে এসেছে তার লুক-লম্বা চুল, রক্তমাখা শরীর আর দুই হাতে রক্তাক্ত কুড়াল; যা দেখে ধারণা মিলেছে চরিত্রটি হবে তুমুল অ্যাকশনময়।
আরও পড়ুন:
মোশাররফ করিম এবার স্ট্যান্ডআপ কমেডিয়ান
সেলিম হায়দারের মৃত্যুতে শোকাহত রুনা লায়লা
এটি শুভ-মিম জুটির তৃতীয় সিনেমা। তবে গল্প বা চরিত্র নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলছেন না সংশ্লিষ্ট কেউ। সূত্র জানায়, ছবির কয়েকটি নাম প্রাথমিকভাবে ঠিক করা হলেও চূড়ান্ত নাম ঘোষণা করা হয়নি। ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে গত এক সপ্তাহ ধরে চলছে শুটিংয়ের ব্যস্ততা।
এমএমএফ/এমএস
What's Your Reaction?