আরিয়ানের সিরিজে অভিনয় করে বিপাকে রণবীর কাপুর

2 hours ago 4
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত আরিয়ান খান পরিচালিত ওয়েব সিরিজ ‘ব্যাডস অব বলিউড’-এ রণবীর কাপুরের ভেপিং দৃশ্যকে ঘিরে শুরু হয়েছে তুমুল সমালোচনা। বিষয়টি এবার পৌঁছে গেছে আইনের দরজায়। জাতীয় মানবাধিকার কমিশনের নির্দেশে মুম্বাই পুলিশের কাছে রণবীর, প্রযোজক এবং নেটফ্লিক্সের বিরুদ্ধে এফআইআর দায়ের করে শুরু হয়েছে তদন্ত। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০১৯ সালে ভারতে ই-সিগারেট নিষিদ্ধ করা হয়। তবু এই দৃশ্য কীভাবে সেন্সর ছাড়পত্র পেল, মূলত তা নিয়ে প্রশ্ন তুলেছে কমিশন। সাধারণত ধূমপানের দৃশ্য প্রচারে সতর্কীকরণ বার্তা দিতে হয়, কিন্তু এখানে তা দেখা যায়নি।  মানবাধিকার কমিশনের দাবি, এ ধরনের দৃশ্য তরুণদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ বিষয়ে তারা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কেও চিঠি দিয়েছে। এ বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশনের অভিযোগপত্রে বলা হয়েছে, একটি দৃশ্যে রণবীর কাপুরকে ‘কোনও বিধিবদ্ধ সতর্কীকরণ’ ছাড়াই পর্দায় ই-সিগারেট ব্যবহার করতে দেখা যাচ্ছে। তাই তথ্য ও সম্প্রচার  মন্ত্রণালয়ের সচিবকে একটি চিঠি লিখে মানবাধিকার কমিশনের তরফে এই ধরনের কনটেন্ট নিষিদ্ধ করার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে। কারণ, এটি তরুণ প্রজন্মের ওপর প্রভাব ফেলতে পারে। এদিকে আরিয়ান খানের পরিচালনায় তৈরি এই সিরিজে একাধিক বলিউড তারকা অতিথি অর্থাৎ ক্যামিও চরিত্রে আছেন। রণবীর কাপুর ছাড়াও রয়েছেন রণবীর সিং, দিশা পাটানি, অর্জুন কাপুর, রাজকুমার রাও, ইমরান হাশমি ও আরশাদ ওয়ারসি। সিরিজটিতে ভারতের মাদকবিরোধী সংস্থা এনসিবি কর্মকর্তা সমীর ওয়াংখেড়েকে নিয়েও পরোক্ষ মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। আবার এদিকে এক সাক্ষাৎকারে রণবীর জানিয়েছিলেন, তিনি ধূমপান ও মদপান ছেড়ে দিয়েছেন। তাই সিরিজে তার ভেপিং দৃশ্য দেখে অনেক ভক্তই বিস্ময় প্রকাশ করেছেন।  
Read Entire Article