আরোহী মিমের জুতা ছুড়ে মারা নিয়ে যা মুখ খুললেন শায়লা সাথী

2 weeks ago 18
তারকাদের অন্তরালের ঘটনা মাঝেমধ্যেই চলে আসে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি এমনই এক আলোচিত ঘটনা ঘটে গেছে তরুণ অভিনেত্রী আরোহী মিম ও সিনিয়র অভিনেত্রী শায়লা সুলতানা সাথীকে ঘিরে। মিমের ‘জুতা ছুড়ে মারা’র অভিযোগ নিয়ে চলমান গুঞ্জনের এক সপ্তাহ পর এবার মুখ খুললেন শায়লা সাথী। প্রকাশ্যে আনলেন ঘটনার বিস্তারিত পটভূমি ও নিজের অবস্থান। রোববার (১৭ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ১৬ মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন শায়লা সাথী। ভিডিওতে তিনি বলেন, ‘আরোহী মিম আমার জুনিয়র। সে ভালো করছে, এটা আমাদের দলের জন্য গর্বের। আমি ওর বয়সে অনেক স্ট্রাগল করেছি, এখন আমার বয়স ২৫। আমি চাই, সে আরও সফল হোক।’ তবে বিষয়টি কেবল পেশাদার প্রতিযোগিতা নয়। এ ভিডিও বার্তায় ব্যক্তিগত দ্বন্দ্বেরও জটিল চিত্র সামনে এনেছেন সাথী। তিনি জানান, ‘আমার সঙ্গে ওর প্রথম ঝামেলা হয় সেন্টমার্টিনে একটি ট্যুরের সময়। পরে সে নিজেই ভুল বুঝতে পেরে সরি বলে। আমি সব ভুলে কাজ শুরু করি আবার।’ একই সঙ্গে প্রশ্ন করেন, ২০২৩ সালে মিরাজের সঙ্গে মিমের বড় ধরনের দ্বন্দ্ব হয়। তখন দলের সবাই মিরাজকে সাপোর্ট করে, আমিও। আমি একটি নাটকের স্ক্রিপ্ট লিখি, সেখানে আমরা অভিনয় করি। এটা কি আমার দোষ? ঘটনার সূত্রপাত মূলত একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়া নিয়ে, যা সাথীর মতে সম্পূর্ণ নয় ও ভুলভাবে উপস্থাপিত। তিনি বলেন, ‘আমি মিমকে বোঝাতে গিয়েছিলাম। কিন্তু সে আমাকে ‘তুই’ করে গালাগালি করতে থাকে। কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। শুটিং বন্ধ থাকে কিছুক্ষণ। তখনই ও আমার দিকে জুতা ছুড়ে মারে। আমি রেগে গিয়ে ওকে লাথি মারি।’ বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আনার ইচ্ছা না থাকলেও, পরিস্থিতি বাধ্য করে বলে জানান সাথী। তিনি বলেন, সে যখন নিজেই ঘটনা প্রকাশ করল, তখন আমিও নিজের দিকটা তুলে ধরলাম। এটা যেমন আমার জন্য অসম্মানজনক, তেমনি ওর নিজেরও। ভিডিওর শেষ অংশে আবেগপ্রবণ হয়ে সাথী বলেন, ‘ও আমাকে বলেছে, আমার দর্শক বোকা। আমি তা মানি না। আমি বোকা হতে পারি, কিন্তু দর্শক কখনোই না। একজন শিল্পী হয়ে এমন মন্তব্য করা উচিত হয়নি। তবুও বলব, একদিন সে অনুতপ্ত হবে। ক্ষমা চাইলে আমি মাফ করে দেবো।’
Read Entire Article